পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ులు সীতারাম করিল। সেই জয়ধ্বনি ক্রমে ক্রমে প্রাঙ্গণের এক ভাগ হইতে অপর ভাগে, এক প্রান্ত হইতে অন্ত প্রান্তে গিরিশ্ৰেণীস্থিত বজ্রনাদের মত প্রক্ষিপ্ত ও প্রবাহিত হইতে লাগিল। শেষ সেই সমবেত লোকসমারোহ এককণ্ঠ হইয়া তুমুল জয়শব্দ করিল। পুরী কম্পিত হইল। চণ্ডালের হস্ত হইতে বেত্র খসিয়া পড়িল ৷ জয়ন্তী মনে মনে ডাকিতে লাগিল, “জয় জগদীশ্বর ! তোমারই জয় ! তুমি আপনি এই লোকারণ্য, আপনিই এই লোকের কণ্ঠে থাকিয়া, আপনার জয়বাদ আপনিই দিতেছ। জয় জগন্নাথ ! তোমারই জয় ! আমি কে ?” o ক্রুদ্ধ রাজা তখন অগ্নিমূৰ্ত্তি হইয়া মেঘগম্ভীরস্বরে চণ্ডালকে আজ্ঞা করিলেন, “কাপড় কাড়িয়া নিয়া বেত লাগ৷ ” - এই সময়ে চন্দ্রচূড় তর্কালঙ্কার সহসা রাজসমীপে আসিয়া রাজার দুইটি হাত ধরিলেন। বলিলেন, “মহারাজ ! রক্ষা কর! আমি আর কখনও ভিক্ষা চাহিব না, এইবার আমায় এই ভিক্ষা দাও—ইহাকে ছাড়িয়া দাও।” রাজা । ( ব্যঙ্গের সহিত ) কেন—দেবতার এমন সাধ্য নাই যে, আপনি ছাড়াইয়া যায় ! বেট জুয়াচোরের উচিত শাসন হইতেছে। চন্দ্র । দেবতা না হইল—স্ত্রীলোক বটে। রাজা। স্ত্রীলোকেরও রাজা দণ্ড করিতে পারেন। চন্দ্র। এই জয়ধ্বনি শুনিতেছেন ? এই জয়ধ্বনিতে আপনার রাজার নাম ডুবিয়া যাইতেছে। o রাজা। ঠাকুর! আপনার কাজে যাও । পুথি পাজি নাই কি ? চন্দ্রচূড় চলিয়া গেলেন। তখন চণ্ডাল পুনরপি রাজাজ্ঞা পাইয়া আবার বেত উঠাইয় লইল—বেত উচু করিল—জয়ন্তীর মুখপ্রতি চাহিয়া দেখিল ; বেত নামাইয়া—রাজার পানে চাহিল—আবার জয়ন্তীর পানে চাহিল—শেষ বেত, আছাড়িয়া ফেলিয়া দিয়া দাড়াইয়া রহিল। “কি ” বলিয়া রাজা বজ্রের হ্যায় শব্দ করিলেন । চণ্ডাল বলিল, “মহারাজ ! আমা হইতে হইবে না।” রাজা বলিলেন, “তোমাকে শূলে যাইতে হইবে।” চণ্ডাল যোড়হাত করিয়া বলিল, “মহারাজের হুকুমে তা পারিব। এ পারিব না।” তখন রাজা অনুচরবর্গকে আদেশ করিলেন, “চণ্ডালকে ধরিয়া লইয়া গিয়া কয়েদ কর ।”