পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ পরিচ্ছেদ জয়ন্তী প্রসন্নমনে মহম্মদপুর হইতে নির্গত হইল। দুঃখ কিছুই নাই—মনে বড় সুখ। পথে চলিতে চলিতে মনে মনে ডাকিতে লাগিল—“জয় জগন্নাথ ! তোমার দয়া অনন্ত । তোমার মহিমার পার নাই! তোমাকে যে না জানে, যে না ভাবে, সেই ভাবে বিপদ । বিপদ কাহাকে বলে প্ৰভু ! তাহ বলিতে পারি না ; তুমি যাহাতে আমাকে ফেলিয়াছিলে, তাহা পরম সম্পদ ! আমি এত দিন এমন করিয়া বুঝিতে পারি নাই যে, আমি ধৰ্ম্মভ্রষ্টা ; কেন না, আমি বৃথা গৰ্ব্বে গৰ্বিবত, বৃথা অভিমানে অভিমানিনী, অহঙ্কারবিমূঢ়া । অর্জন ডাকিয়াছিলেন, আমিও ডাকিতেছি প্রভু, শিখাও প্রভু ! শাসন কর! যচ্ছে য়ঃ স্তান্নিশ্চিতং ব্রাহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং ত্বাং প্রপন্নম্। জয়ন্তী, জগদীশ্বরকে সম্মুখে রাখিয়া, তার সঙ্গে কথোপকথন করিতে শিখিয়াছিল। মনের সকল কথা খুলিয়া বিশ্বপিতার নিকট বলিতে শিখিয়াছিল। বালিকা যেমন ম৷ বাপের নিকট আবদার করে, জয়ন্তীও তেমনই সেই, পরম পিতা-মাতার নিকট আবদার করিতে শিখিয়াছিল। এখন জয়ন্তী একটা আবদার লইল । আবদার, সীতারামের জন্য। সীতারামের যে মতি গতি, সীতারাম ত উৎসন্ন যায়, বিলম্ব নাই। তার কি রক্ষা নাই ? অনন্ত দয়ার আধারে তাহার জন্য কি একটু দয়া নাই ? জয়ন্তী তাই ভাবিতেছিল। ভাবিতেছিল, “আমি জানি, ডাকিলে তিনি অবশ্য শুনেন। সীতারাম ডাকে না—ডাকিতে ভুলিয়া গিয়াছে—নহিলে এমন করিয়া ডুবিবে কেন ? জানি, পাপীর দণ্ডই এই যে, সে দয়াময়কে ডাকিতে ভুলিয়া যায়। তাই সীতারাম তাকে ডাকিতে ভুলিয়া গিয়াছে, আর ' ডাকে না । তা, সে না ডাকুক, আমি তার হইয়া জগদীশ্বরকে ডাকিলে তিনি কি শুনিবেন না ? আমি যদি বাপের কাছে আবদার করি যে, এই পাপিষ্ঠ সীতারামকে পাপ হইতে মোচন কর, তবে কি তিনি শুনিবেন না ? জয় জগন্নাথ ! তোমার নামের জয় ! সীতারামকে উদ্ধার করিতে হইবে।” তার পর জয়ন্তী ভাবিল যে, “যে নিশ্চেষ্ট, তাহার ডাক ভগবান শুনেন না। আমি যদি নিজে সীতারামের উদ্ধারের জন্য কোন চেষ্টা না করি, তবে ভগবান কেন আমার কথায় কৰ্ণপাত করিবেন ? দেখি, কি করা যায়। আগে শ্রীকে চাই। শ্ৰী পলাইয়া ভাল করে