তৃতীয় খণ্ড—বিংশ পরিচ্ছেদ S&ఏ নাই। অথবা না পলাইলেও কি হইত বলা যায় না। আমার কি সাধ্য যে, ভগবন্নির্দিষ্ট কাৰ্য্যকারণপরম্পরা বুঝিয়া উঠি ” জয়ন্তী তখন শ্রীর কাছে চলিল। যথাকালে গ্রীর সঙ্গে সাক্ষাৎ হইল। জয়ন্তী স্ত্রীর কাছে সমস্ত বৃত্তান্ত সবিশেষ বলিল। ঐ বিষন্ন হইয়া বলিল, “রাজার অধঃপতন নিকট। তাহার উদ্ধারের কি কোন উপায় নাই ?” জয়ন্তী। উপায় ভগবান। ভগবানকে তিনি ভুলিয়া গিয়াছেন। ভগবানকে যে দিন আবার তার মনে হইবে সেই দিন তাহার আবার উন্নতি আরম্ভ হইবে। শ্ৰী। তাহার উপায় কি ? আমি যখন র্তাহার কাছে ছিলাম, তখন সৰ্ব্বদা ভগবৎপ্রসঙ্গই তার কাছে কহিতাম। তিনি মনোযোগ দিয়া শুনিতেন। জয়ন্তী। তোমার মুখের কথা, তাই মনোযোগ দিতেন। তোমার মুখ পানে ই। করিয়া চাহিয়া থাকিতেন, তোমার রূপে ও কণ্ঠে মুগ্ধ হইয়া থাকিতেন, ভগবৎপ্রসঙ্গ তার কাণে প্রবেশ করিত না। তিনি কোন দিন তোমার এ সকল কথার কিছু উত্তর করিয়াছিলেন কি ? কোন দিন কোন তত্ত্বের মীমাংসা জিজ্ঞাসা করিয়াছিলেন কি ? হরিনামে কোন দিন উৎসাহ দেখিয়াছিলে কি ? . শ্রী । না । তা বড় লক্ষ্য করি নাই । জয়ন্তী। তবে সে মনোযোগ তোমার লাবণ্যের প্রতি,—ভগবৎপ্রসঙ্গে নয় । শ্রী । তবে, এখন কি কৰ্ত্তব্য ? জ। তুমি করিবে কি ? তুমি ত বলিয়াছ যে, তুমি সন্ন্যাসিনী, তোমার কৰ্ম্ম নাই ? শ্রী । যেমন শিখাইয়াছ । জ। আমি কি তাই শিখাইয়াছিলাম ? আমি কি শিখাই নাই যে, অমুষ্ঠেয় যে কৰ্ম্ম, অনাসক্ত হইয়৷ ফলত্যাগপূৰ্ব্বক তাহার নিয়ত অনুষ্ঠান করিলেই কৰ্ম্মত্যাগ হইল, নচেৎ হইল না ? * স্বামিসেবা কি তোমার অনুষ্ঠেয় কৰ্ম্ম নহে ? শ্রী । তবে আমাকে পলাইতে পরামর্শ দিয়াছিলে কেন ? জ। তুমি যে বলিলে, তোমার শক্র, রাজা নিয়া বার জন। যদি ইন্দ্রিয়গণ তোমার বশ্ব নয়, তবে তোমার স্বামিসেবা সকাম হইয়া পড়িবে। অনাসক্তি ভিন্ন কৰ্ম্মানুষ্ঠানে • বাধ্যমিত্যেব যং কৰ্ম্ম নিয়তং ক্রিয়তেইঞ্জন। -- সঙ্গং ত্যক্ত ফলঞ্চৈব স ত্যাগ; সাহিকো মত: | פן של 5iv5t
পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।