পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 o সীতারাম কৰ্ম্মত্যাগ ঘটে না । তাই তোমাকে পলাইতে বলিয়াছিলাম। যার যে ভার সয় না, তাকে সে ভার দিই না। “পদং সহেত ভ্রমরস্ত পেলবং” ইত্যাদি উপমা মনে আছে ত ? শ্ৰী বড় লজ্জিত হইল। ভাবিয়া বলিল, “কাল ইহার উত্তর দিব।” সে দিন আর সে কথা হইল না। শ্ৰী সে দিন জয়ন্তীর সঙ্গে বড় দেখা সাক্ষাৎ করিল না। পরে জয়ন্তী তাহাকে ধরিল। বলিল, “আমার কথার কি উত্তর সন্ন্যাসিনী ?” ঐ বলিল, “আমায় আর একবার পরীক্ষা কর।” জয়ন্তী বলিল, “এ কথা ভাল। তবে মহম্মদপুর চল। তোমার আমার অমুষ্ঠেয় কৰ্ম্ম কি, পথে তাহার পরামর্শ করিতে করিতে যাইব ।” দুই জনে তখন পুনৰ্ব্বার মহম্মদপুর অভিমুখে যাত্রা করিল। . একবিংশতিতম পরিচ্ছেদ গঙ্গারাম গেল, রমা গেল, শ্ৰী গেল, জয়ন্তী গেল, চন্দ্রচূড় গেল, চাদশাহ গেল। তবু সীতারামের চৈতন্য নাই। & বাকি মৃন্ময় আর নন্দ। নন্দা এবার বড় রাগিল—আর পতিভক্তিতে রাগ থামে না । কিন্তু নন্দার আর সহায় নাই। এক মৃন্ময় মাত্র সহায় আছে। অতএব নন্দ৷ কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য স্থির করিবার জন্য এক দিন প্রাতে মৃন্ময়কেই ডাকিতে পাঠাইল । সে ডাক মৃণায়ের নিকট পৌছিল না। মৃন্ময় আর নাই। সেই দিন প্রাতে মৃন্ময়ের মৃত্যু হইয়াছিল। । প্রাতে উঠিয়াই মৃন্ময় সংবাদ শুনিলেন যে, মুসলমান সেনা মহম্মদপুর আক্রমণে আসিতেছে—আগতপ্রায়—প্রায় গড়ে পৌছিল। বজ্রাঘাতের ন্যায় এ সংবাদ মৃণায়ের কর্ণে - প্রবেশ করিল। মৃন্ময়ের যুদ্ধের কোন উদ্যোগই নাই। এখন আর চন্দ্রচূড়ের সে গুপ্তচর নাই যে, পূৰ্ব্বাহ্লে সংবাদ দিবে। সংবাদ পাইবামাত্র মৃন্ময় সবিশেষ জানিবার জন্য স্বয়ং অশ্বারোহণ করিয়া যাত্রা করিলেন। কিছু দূর গিয়া মুসলমান সেনার সম্মুখে পড়িলেন। তিনি পলাইতে জানিতেন না, সুতরাং তাহাদের দ্বারা আক্রান্ত হইয়া নিহত হইলেন। মুসলমান সেনা আসিয়া সীতারামের দুর্গ বেষ্টন করিল—নগর ভাঙ্গিয় অবশিষ্ট নাগরিকেরা পলাইয়া গেল। চিত্তবিশ্রামে যেখানে সুন্দরীমণ্ডলীপরিবেষ্টিত সীতারাম লীলায় উন্মত্ত, সেইখানে সীতারামের কাছে সংবাদ পৌছিল যে, “মৃন্ময় মরিয়াছে। মুসলমান সেনা