$89 সীতারাম “নাথ! দীননাথ ! অনাথনাথ ! নিরুপায়ের উপায়! অগতির গতি । পুণ্যময়ের আশ্রয় ! পাপিষ্ঠের পরিত্রাণ ! আমি পাপিষ্ঠ বলিয়া আমায় কি দয়া করিবে না ?” সীতারাম অন্তমনা হইয়া ঈশ্বরচিন্তা করিতেছেন দেখিয়া স্ত্রীকে জয়ন্তী ইঙ্গিত করিল। তখন সহসা দুই জনে সেই মঞ্চের উপর জামু পাতিয়া বসিয়া, দুই হাত যুক্ত করিয়া, উৰ্দ্ধনেত্র হইয়া, ডাকিতে লাগিল—গগনবিহারী গগনবিদারী কলবিহঙ্গনিন্দী কণ্ঠে, সেই মহাদুর্গের চারি দিক্ প্রতিধ্বনিত করিয়া ডাকিতে লাগিল,— sh ত্বমাদিদেবঃ পুরুষঃ পুরাণ স্বমস্ত বিশ্বস্য পরং নিধানম্। বেত্তাসি বেদ্যঞ্চ পরং চ ধাম ত্বয়া ততং বিশ্বমনন্তরূপ । ॥ দুর্গের বাহিরে সেই সাগরগর্জনবৎ মুসলমান সেনার কোলাহল ; প্রাচীর ভেদার্থ প্রক্ষিপ্ত কামানের ভীষণ নিনাদ মাঠে মাঠে, জঙ্গলে জঙ্গলে, নদীর বঁাকে বাকে, প্রতিধ্বনিত হইতেছে —দুর্গমধ্যে জনশূন্ত, সেই প্রতিধ্বনিত কোলাহল ভিন্ন অন্য শব্দশূন্ত—তাহার মধ্যে সেই সাক্ষাৎ জ্ঞান ও ভক্তিরূপিণী জয়ন্তী ও ঐর সপ্তসুরসংবাদিনী অতুলিতকণ্ঠনিঃস্থত মহাগীতি আকাশ বিদীর্ণ করিয়া, সীতারামের শরীর 'রোমাঞ্চিত করিয়া, উদ্ধে উঠিতে লাগিল— 氟 নমো নমস্তেহস্তু সহস্ৰকৃত্বঃ পুনশ্চ ভূয়োহপি নমো নমস্তে। নমঃ পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমোস্তু তে সৰ্ব্বত এব সৰ্ব্ব ! ॥ শুনিতে শুনিতে সীতারাম বিমুগ্ধ হইলেন,—আসন্ন বিপদ ভুলিয়া গেলেন, যুক্তকরে, উৰ্দ্ধমুখে বিহ্বল হইয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন,—র্তাহার চিত্ত আবার বিশুদ্ধ হইল। জয়ন্তী ও ঐ সেই আকাশবিপ্লাবী কণ্ঠে আবার হরিনাম করিতে লাগিল, হরি। হরি। হরি । হরি হে ! হরি । হরি ! হরি । হরি হে! - এমন সময়ে দুর্গমধ্যে মহা কোলাহল হইতে লাগিল—শব্দ শুনা গেল—“জয় মহারাজকি জয় ! জয় সীতারামকি জয় !”
পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।