s९२ * সীতারাম জয়ন্তী। সে মরিয়াছে, মহারাজ বাচিয়াছেন, সে তোমার উপযুক্ত কাজই হইয়াছে —তবে আর কথায় কাজ কি ? স্ত্রী। তবু মনের সন্দেহটা ভাঙ্গিয়া রাখিতে হইবে। :*: ... জয়ন্তী। সন্ন্যাসিনীর এ উৎকণ্ঠ কেন ? স্ত্রী। সন্ন্যাসিনীই হউক, যেই হউক, মানুষ মানুষই চিরকাল থাকিবে। আমি তোমাকে দেবী বলিয়াই জানি, কিন্তু যখন তুমিও লোকালুয়ে লৌকিক লজ্জায় অভিভূত হইয়াছিলে, তখন আমার সন্ন্যাসবিভ্রংশের কথা কেন বল ? s জয়ন্তী। তবে চল, সন্দেহ মিটাইয়া আসি। আমি সে স্থানে একটা চিহ্ন রাখিয়া আসিয়াছি—রাত্রেও সে স্থানের ঠিক পাইব । কিন্তু আলো লইয়া যাইতে হইবে। . এই বলিয়া ছই জনে খড়ের মসাল তৈয়ার করিয়া তাহ জালিয় রণক্ষেত্র ীৈ চলিল। চিহ্ন ধরিয়া জয়ন্তী অভাঙ্গিত স্থানে পৌছিল। সেখানে মসালের আলো ধরণ তল্লাস করিতে করিতে সেই গোলন্দাজের মৃত দেহ পাওয়া গেল। দেখিয়া শ্রীর সনে । ভাঙ্গিল না। তখন জয়ন্তী সেই শবের রাশীকৃত পাকা চুল ধরিয়া টানিল—পরচুলা খসিয় আসিল ; শ্বেতৰ্ম্মশ্র ধরিয়া টানিল—পরচুলা খসিয়া আসিল । তখন আর শ্রীর সন্দেঃ রহিল না—গঙ্গারাম বটে। স্ত্রীর চক্ষু দিয়া অবিরল জলধারা পড়িতে লাগিল। জয়ন্তী বলিল, “বহিন, যদি শোকে কাতর হইবে, তবে কেন সন্ন্যাসধৰ্ম্ম গ্রহণ করিয়াছিলে ?” শ্ৰী বলিল, “মহারাজ আমাকে বৃথা ভৎসনা করিয়াছেন। আমি তাহার প্রাণহস্ত্রী হই নাই—আপনার সহোদরেরই প্রাণঘাতিনী হইয়াছি। বিধিলিপি এত দিনে कलिल ।” - o - জয়ন্তী। বিধাতা কাহার দ্বারা কাহার দণ্ড করেন, তাহ বলা যায় না। তোমা হইতেই গঙ্গারাম দুইবার জীবন লাভ করিয়াছিল, আবার তোমা হইতেই ইহার বিনাশ হইল। যাই হউক, গঙ্গারাম পাপ করিয়াছিল, আবার পাপ করিতে আসিয়াছিল। বোধ হয়, রমার মৃত্যু হইয়াছে, তাহ জানে না, ছদ্মবেশে ছলনা দ্বারা তাহাকে লাভ করিবার জন্যই মুসলমান সেনার গোলন্দাজ হইয়া আসিয়াছিল। কেন না, রমা তাহাকে চিনিতে পারিলে কখনই তাহার সঙ্গে যাইবে না মনে করিয়া থাকিবে । বোধ হয়, শিবিকাতে রমা ছিল মনে করিয়া, তোপ লইয়া পথ রোধ করিয়াছিল। যাই হোক, উহার জন্য বৃথা রোদন না করিয়া, উহার দাহ করা যাক আইস ।
পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।