পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኔ¢ፃ דשסלח• মৃগয় সীতারাষের স্বজাতি ও কুটুম্ব, এবং অতিশয় অযুগত ও বশদ্বদ। তবে তাহার আকার এবং অগাধ বল ও সাহস বড় বিখ্যাত ছিল । মৃন্ময়, তলব যত সীতারামের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিল, “কি জন্য ডাকিয়াছেন ?” সীতারাম বলিলেন, “বড় জরুরি কাজ আছে । আমার পরিবারবর্গকে এখান হইতে লইয়া যাইতে হইবে।” यूभृग्न । काय ? जैौठ । थांछ রাত্রেই—এখনই। মৃ । কোথায় নিয়ে যাব ? সীতারাম সে সকল বিষয়ে মৃন্ময়কে উচিত উপদেশ প্রদান করিয়া অন্তঃপুরে গেলেন। অস্তঃপুরে প্রশস্ত চত্বর মধ্যে বিস্তৃত প্রাঙ্গণ। চারি দিকে রোয়াক । কোথাও বঁটা পাতিয়া বিপুল স্কুল ঘোর কৃষ্ণাঙ্গী পরিচারিকা মংগু জাতির প্রাণাবশিষ্ট সংহারে সমুদ্যত। কোথাও ঘটোপ্পী গাভী কদলীপত্রাদি বিমিশ্র উদ্ভিদ প্রভৃতি কবলে গ্রহণ পূর্বক মীলিতলোচনে সুখে রোমস্থ করিতেছে —পারিসনগরী কবলিত করিয়া চতুর্থ ফ্রেডেরিক উইলিয়মের সে স্বখ হইয়াছিল কি না জানি না, কেন না তিনি ত রোমন্থ করিতে পারেন নাই। কোথাও কৃষ্ণশ্বেতবর্ণবিমিশ্র মাঙ্গার মৎস্তাধারের কিঞ্চিদূরে লাঙ্গুলাসনে অবস্থিত হইয়া মংস্যকৰ্ত্তনকত্রীর কিঞ্চিত্মাত্র অনবধানতার প্রতীক্ষা করিতেছে। কোথাও নিঃশব্দ কুকুর অতি | ধূৰ্ত্তভাবে কোন ঘরের দ্বার অবারিত তাহার অনুসন্ধানে নিযুক্ত। কোথাও বহু বালকগণ একমাত্র অন্নপাত্রকে বেষ্টন করিয়া বর্ষীয়সী কুটুম্বিনীর বহুবিধ প্ররোচনে উপশমিত ক্ষুধাতেও আহারে নিযুক্ত। কোথাও অন্ত বালকবালিকাসম্প্রদায় কৃতাহার এবং কৃতকাৰ্য্য হইয়া সাতুরে-পাট পাতিয়া ঈষচ্চঞ্চলশীতলমন্দানিলস্নিগ্ধচন্দ্রালোকে শয়ন করিয়া অতি প্রাচীনার নিকট সহস্রবার শ্রুত উপন্যাস পুনঃশ্রবণ করিতেছে। কোথাও নবোঢ়া যুবতী এবং বালিকাগণ বাটনাবাট। কুটনাকোটা দুধজাল ইত্যাদি গৃহকাৰ্য্য উপলক্ষ করিয়া পরস্পরের কাছে আপনাপন আশা ভরসা, মুখ সৌন্দৰ্য্য এবং সৌভাগ্যের কথা বলিতেছে। এমন সময়ে অকালোদিতজলদবং উস্তান-বিহারকালে বৃষ্টিবং, দুঃখের চিন্তার কালে অপ্রার্থিত বন্ধুবৎ, নিদ্রাকালে বৈম্ভবৎ, গুরু ভোজনের পর নিমন্ত্রণবং এবং অর্থ-শেষ-কালে ভিক্ষুক বং, সীতারাম আসিয়া সেখানে দর্শন দিলেন। "এত কি গোল কচ্চিস গো তোরা ?” সীতারাম এই কথা বলিবামাত্র কৃষ্ণকায়াশালিনী মংশু-বিধ্বংসিনীর মৎস্য-কৰ্ত্তনশব সহসা নিৰ্ব্বাপিত হইল। তাহাকে অনাবৃত শিরোদেশে কিঞ্চিম্মাত্র অবগুণ্ঠন সংস্থানের উদ্যোগিনী দেখিয়া, ছিত্রান্বেষিণী মার্জারী মংস্তমুণ্ড গ্রহণ পূর্বক যথেন্সিত স্থানে প্রস্থান করিল। গৃহস্বামীর কণ্ঠস্বর শুনিবামাত্র অন্তা পরিচারিকা সেই স্থখনিৰ্মীলিতনেত্রা কদলীপত্র-ভোজিনী গাভীর প্রতি ধাবমানা হইয়া তাহার প্রতি নানাবিধ উপদ্রব আরম্ভ করিল। এবং তস্ত স্বামিনীকে চক্ষুরাদি-ভোজিনী ইত্যাদি নবরসাত্মক বাক্যে অভিহিত করিতে আরম্ভ করিল। উপন্যাস-দত্তমনা পাত্রাবশিষ্টভোজী শিশুগণ অকস্মাং উপন্যাসের রসভঙ্গ দেখিয়া আহাৰ্য্যের প্রতি নানাবিধ দোষারোপ পূর্বক অধৌত বদনে দশদিকে প্রস্থান আরম্ভ করিল। যাহারা আহার সমাপন পূর্বক চন্দ্রকিরণ-শীতলশয্যায়