রমা। তারা হোলেন দেবতা, লক্ষ্মী-জার সেই একটা কি নাম মনে আসে নাসীতা। শিশুপালের গল্পটা বটে ? তা সে কথা রহিল। গঙ্গাস্নানের কথাটা কি ? শুনেছ। রমা। শুনেছি বৈ কি । সীতা । যাবে ? রমা। তাই ত চুলের দড়ি গোছাচ্চি। সীতা । কেন যাবে ? এই ত আমি তোমার সৰ্ব্বতীর্থ কাছে আছি। রমা। যেতে না বল, যাব না । e সীতা। তবে যাইবার উদ্যোগ করিতেছিলে কেন ? রম । যাইতে বলিতেছিলে বলিয়া । সীতা। আমি ত যাইতে বলি নাই—অামি কেবল সবাইকে জিজ্ঞাসা করিতেছিলাম যে, কেহ যাবে? তা তুমি যাবে কি ? রমা। তুমি যাবে কি ? সীতা । যাব । রমা। তবে আমিও যাব । সীতা । কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে যাব না। কাল পথে মিলিব । রমা। আজ আমাদের নিয়ে যাবে কে ? সীতা । মৃন্ময় নিয়ে যাবে। রমা। তা হোক। একটা কথা বলিলব ? সীতা। কি ? রমা। তোমার কি কাজ ? সীতা । সব কথা কি বলা যায় ? রমা। (সীতারামকে উভয় বাহুদ্বারা বেষ্টন করিয়া ) বলিতে হইবে। তোমার বড় সাহস, আমার বড় ভয় করে, তুমি কোন দুঃসাহসের কাজ করিযে—তাই আমাদের সরাইয়া দিতেছ। সীতারাম কুদ্ধ হইয়া রমার খোপা ধরিয়া টানিল, মারিবার জন্য এক চড় উঠাইল, শেষে রমার নাক ধরিয়া নাড়িয়া দিল। বলিল, “আমি বড় দুঃসাহসের কাজ করিব সত্য, কিন্তু কোন ভয় নাই।” রমা। তোমার ভয় নাই—আমার আছে। তোমার ভয় আমার ভয় কি স্বতন্ত্ৰ ? শোন, আজি সবার গঙ্গাস্নান আওয়া বন্ধ। তুমি আজ আমার এই ঘরের ভিতর কয়েী। বলিতে বলিতে রমা দ্বার অর্গলবদ্ধ করিয়া দ্বারে পিঠ দিয়া বসিল। বলিল, “যাইতে হয়, আমার গলায় পা দিয়া যাও। এখন বল দেখি, আজ তোমার কাছে কে আসিয়াছিল ?” সীতা । তোমাদের কি জষ্ট প্রহর চর ফেরে নাকি ?
পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।