পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$o সীতারাম ঞ্জ তবু কাদে–কথা কহে না। সীতারাম বলিল, “নিকটে এসো।” সীতা । সে কি ? গদগদম্বরে অশ্রুপূর্ণলোচনে ঐ বলিতে লাগিল, “আজ আমার মা মরিয়াছেন।” সীতারাম। সেই বিপদে পড়িয়া কি তুমি আজ আমার কাছে আসিয়াছ ? শ্ৰী। না—আমার মার কাজ আমিই যথাসাধ্য করিব। সে জন্ত তোমায় দুঃখ দিব না। কিন্তু আজ আমার ভারি বিপদ । সীতা। আর কি বিপদ! শ্ৰী। আমার ভাই যায়। কাজি সাহেব তাহার জীয়ন্তে কবরের হুকুম দিয়াছেন। সে এখন হাবুজখানায় আছে। সীতা । সে কি ? কি করেছে ? তখন শ্ৰী যাহা যাহা শুনিয়াছিল এবং যাহা যাহা দেখিয়াছিল, তাহা মৃদুস্বরে কাদিতে কঁাদিতে আদ্যোপান্ত বলিল। শুনিয়া দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া সীতারাম বলিলেন, “এখন উপায় ?” শ্ৰী। এখন উপায় তুমি। তাই এত বৎসরের পর এসেছি। সীতারাম। আমি কি করিব ? শ্ৰী। তুমি কি করিবে? তবে কে করিবে ? আমি জানি, তুমি সব পার। সীতা । দিল্লীর বাদশাহের চাকর এই কাজি। দিল্লীর বাদশাহের সঙ্গে বিরোধ করে কার সাধ্য ? শ্ৰী বলিল, “তবে কি কোন উপায় নাই ?” সীতারাম অনেক ভাবিয়া বলিলেন, “উপায় আছে। তোমার ভাইকে বাচাইতে পারি। কিন্তু আমি মরিব ।” - - শ্ৰী। দেখ, দেবতা আছেন, ধৰ্ম্ম আছেন, নারায়ণ আছেন। কিছুই মিথ্যা নয়। তুমি দীন দুঃখীকে বাচাইলে তোমার কখনও অমঙ্গল হইবে না। হিন্দুকে হিন্দু না রাখিলে কে রাখিবে ? সীতারাম অনেক ক্ষণ ভাবিল। পরে বলিল, “তুমি সত্যই বলিয়াছ, হিন্দুকে হিন্দু না রাখিলে কে রাখিবে ? আমি তোমার কাছে স্বীকার করিলাম, গঙ্গারামের জন্য আমি যথাসাধ্য করিব।” তখন ঐ অতি মৃদ্ধস্বরে বলিল, “আমি বিছানা মাড়াইব না—আমার অশৌচ ৷”