পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.." •לזזtי הש Hurð 3. ৭২, পংক্তি ৯, এই “ত্রয়োদশ” পরিচ্ছেদটি প্রথম সংস্করণের “চতুর্দশপরিচ্ছেদ। - পংক্তি ১৮, এই পংক্তির পর ছিল— মুরলার সঙ্গে কথা কহিয়াছিল শ্ৰী। গঙ্গারামের কাছে জাসিয়াছে, জয়ন্তী একা । কি জানি, যদি গঙ্গারাম চিনিতে পারে, এজন্ত ঐ গৃহমধ্যে প্রবেশ করে নাই। . পৃ. ৭৩, পংক্তি ২৪, এই পংক্তির পর ছিল— পুরুষ। কোথা পাইব ? আপনাকে ত কোন দেবীর মত বোধ হইতেছে। ৰলি কি, কোথায় যু পাই ? এই পুরীমধ্যে কি পাইৰ ? ষ্ঠা । তাই পাইবেন। পু। কবে পাইব ? জয়ন্তী। তাহার কিছু বিলম্ব আছে। عمبييـی পৃ. ৭৪, পংক্তি ১, এই “চতুর্দশ” পরিচ্ছেদটি প্রথম সংস্করণের “পঞ্চদশ” পরিচ্ছেদ । পৃ. ৭৫, পংক্তি ৮, “এখন সৰ্ব্বনাশ হইল।” এই কথা কয়টির পূৰ্ব্বে ছিল— কন ফকিরের কথায় সতর্ক হইলাম না ! পৃ. ৭৭, পংক্তি ১২, এই “পঞ্চদশ” পরিচ্ছেদটি প্রথম সংস্করণের “ষোড়শ’ পরিচ্ছেদ ~ পু৮, পংক্তি ৭, এই “ষোড়শ পরিচ্ছেদটি প্রথম সংস্করণের “সপ্তদশ পরিচ্ছেদ। পৃ. ৮২, পংক্তি ১, এই “সপ্তদশ” পরিচ্ছেদটি প্রথম সংস্করণের “অষ্টাদশ" পরিচ্ছেদ । পংক্তি ৪, “জয়ন্তী।” কথাটির পর ছিল— তোমাকে পাইলে তিনি যতদূর স্বধী হইবেন, এত আর কিছুতেই না। তবে উহাকে তুমি স্বৰী না করিবে কেন ? ঐ ! তুমি ত আমাকে শিখাইয়াছ যে, চিত্তবৃত্তির নিরোধই যোগ । * জয়ন্তী। মনোবৃত্তি সকলের আত্মবগুতাই ৰোগ। তাহাৰি তুমি লাভ করিতে পার নাই ? .rশ্র। আমার কথা হইতেছে না।

  • জয়ন্তী। ইহার কথা হইতেছে, উহাকে তুমি এই পথে জানিতে পরিবে। সেই জন্যই সাক্ষাতের বিশেষ প্রয়োজন ।

পৃ. ৮২, পংক্তি ১৬, এই পংক্তির পর ছিল— জয়ন্তী। আমি ষে রাজার কাছে প্রতিশ্রুভ আছি যে, তোমাকে দেখাইব । শ্ৰী। কিছু দিন এইখানে থাকিয়া বিচার করিয়া দেখা যাক, দুই দিক্‌ বজায় রাখা যায় কি না। এই পর্যন্ত তীি । LᎩ