প্রথম খণ্ড—ষষ্ঠ পরিচ্ছেদ २s লোকারণ্য অন্তৰ্হিত হইল। প্রাস্তর যেমন জনশূন্ত ছিল, তেমনই জনশূন্ত হইল। লোকজনের মধ্যে কেবল সেই বৃক্ষতলে চন্দ্রচূড়, সীতারাম, গঙ্গারাম, আর মূৰ্ছিত, ভূতলস্থ স্ত্রী। সীতারাম গঙ্গারামকে বলিলেন, “তুমি যে আমার ঘোড়া চুরি করিয়া পলাইয়াছিলে, সে ঘোড়া কি করিলে ? বেচিয়া খাইয়াছ ?” গঙ্গারাম হাসিয়া বলিল, “আজ্ঞে না । ঘোড়া মাঠে ছাড়িয়া দিয়াছি—ধরিয়া দিতেছি।” সীতা । ধরিয়া, তাহার উপর আর একবার চড়িয়া, পলায়ন কর। গঙ্গা। আপনাদের ছাড়িয়া ? সীতা । তোমার ভগিনীর জন্য ভাবিও না । গঙ্গা । আপনাকে ত্যাগ করিয়া আমি যাইব না। সীতা । তুমি বড় নদী পার হইয়া যাও। স্যামপুর চেন ত ? গঙ্গা । তা চিনি না ? সীতা । সেইখানে অতি দ্রুতগতি যাও। সেইখানে আমার সঙ্গে সাক্ষাৎ হইবে ; নচেৎ তোমার নিস্তার নাই । গঙ্গা। আমি আপনাকে ত্যাগ করিয়া যাইব না । সীতারাম ভ্ৰকুটি করিলেন । , গঙ্গারাম সীতারামের ভ্ৰকুটি দেখিয়া নিস্তব্ধ হইল ; এবং সীতারাম কিছু ধমক চমক করায় ভীত হইয়। অশ্বের সন্ধানে গেল । চন্দ্রচূড় ঠাকুর সীতারামের ইঙ্গিত পাইয় তাহার অনুবর্তী হইলেন। ঐ এদিকে চেতনাযুক্ত হইয়া ধীরে ধীরে উঠিয়া বসিয়া মাথার ঘোমটা টানিয়া দিল। তার পর এদিকে ওদিকে চাহিয়া, উঠিয়া দাড়াইল । ষষ্ঠ পরিচ্ছেদ সীতারাম বলিলেন, “শ্ৰী, তুমি এখন কোথায় যাইবে ?” শ্ৰী। আমার স্থান কোথায় ? সীতা । কেন, তোমার মার বাড়ী ?
পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।