দ্বিতীয় খণ্ড সন্ধ্য-জয়ন্তী প্রথম পরিচ্ছেদ সীতারাম প্রথমাবধিই স্ত্রীর বহুবিধ অনুসন্ধান করিয়াছিলেন। মাসের পর মাস গেল, বৎসরের পর বৎসর গেল। এই কয় বৎসর সীতারাম ক্রমশঃ শ্রীর অনুসন্ধান করিতেছিলেন। তীর্থে তীর্থে নগরে নগরে তাহার সন্ধানে লোক পঠাইয়াছিলেন। কিন্তু কোন ফল দর্শে নাই। অন্ত লোকে স্ত্রীকে চিনে না বলিয়া সন্ধান হইতেছে না, এই শঙ্কায় গঙ্গারামকেও কিছু দিনের জন্য রাজকৰ্ম্ম হইতে অবস্থত করিয়া এই কার্য্যে নিযুক্ত করিয়াছিলেন। গঙ্গারামও বহু দেশ পৰ্য্যটন করিয়া শেষে নিষ্ফল হইয়া ফিরিয়া আসিয়াছিল। শেষে সীতারাম স্থির করিলেন যে, আর শ্রীকে মনে স্থান দিবেন না। রাজ্যস্থাপনেই চিত্তনিবেশ করিবেন। তিনি এ পর্য্যন্ত প্রকৃত রাজা হয়েন নাই ; কেন না, দিল্লীর সম্রাট্র তাহাকে সনন্দ দেন নাই। র্তার সনন্দ পাইবার অভিলাষ হইল। সেই অভিপ্রায়ে তিনি অচিরে দিল্লী যাত্রা করিবেন, ইহা স্থির করিলেন। - কিন্তু সময়টা বড় মন্দ উপস্থিত হইল। কেন না, হিন্দুর হিন্দুয়ানি বড় মাথ, তুলিয়া উঠিতেছিল, মুসলমানের তাহা অসহ হইয়া উঠিল। নিজ মহম্মদপুর উচ্চচূড় দেবালয় সকলে পরিপূর্ণ হইয়াছিল। নিকটে গ্রামে গ্রামে নগরে নগরে গৃহে গৃহে দেবালয়প্রতিষ্ঠ, দৈবোৎসব, নৃত্য গীত, হরিসংকীৰ্ত্তনে দেশ চঞ্চল হইয়া উঠিল। আবার এই সময়ে, মহাপাপিষ্ঠ, মনুষ্যাধম মুরশিদ কুলি খঙ্গ মুরশিদাবাদের মসনদে আরূঢ় থাকায়, সুবে বাঙ্গালার আর সকল প্রদেশে হিন্দুর উপর অতিশয় অত্যাচার হইতে লাগিল—বোধ হয়, ইতিহাসে তেমন অত্যাচার আর কোথাও লিখে না। মুরশিদ কুলি খা শুনিলেন, সৰ্ব্বত্র হিন্দু
- ইংরেজ ইতিহাসবেত্ত্বগণের পক্ষপাত এবং কতকটা অজ্ঞতা নিবন্ধন সেরাজউদৌল ঘৃণিত, এবং মুরশিদ কুলি ধা প্রশংসিত। মুরশিদের তুলনায় সেরাজউদৌল দেবতাবিশেষ ছিলেন। -