দ্বিতীয় খণ্ড—চতুর্থ পরিচ্ছেদ স্ত্রীলোক। আমি অনেকক্ষণ ধরিয়া আপনাকে গলিতে গলিতে খুজিয়া বেড়াইতেছি। আপনার বাড়িতেও সন্ধান লইয়াছি। • , গঙ্গারাম। কেন ? . . . স্ত্রীলোক। সেই কথাই আপনার আগে জিজ্ঞাসা করা উচিত ছিল । আপনি একটা দুঃসাহসিক কাজ করিতে পারিবেন ? গঙ্গ। কি ? স্ত্রীলোক। আমি আপনাকে যেখানে লইয়া যাইব, সেইখানে এখনই যাইতে পারিবেন ? গঙ্গা। কোথায় যাইতে হইবে ? স্ত্রীলোক। তাহা আমি আপনাকে বলিব না। আপনি তাহ জিজ্ঞাসা করিতে পারিবেন না। সাহস হয় কি ? গঙ্গা । আচ্ছ, তা না বল, আর দুই একটা কথা বল। তোমার নাম কি ? তুমি কে ? কি কর? আমাকেই বা কি করিতে হইবে ? স্ত্রীলোক। আমার নাম মুরলা, ইহা ছাড়া আর কিছুই বলিব না। আপনি আসিতে সাহস না করেন, আসিবেন না। কিন্তু যদি এই সাহস না থাকে, তবে মুসলমানের হাত হইতে নগর রক্ষা করিবেন কি প্রকারে ? আমি স্ত্রীলোক যেখানে যাইতে পারি, আপনি নগররক্ষক হইয়। সেখানে এত কথা নহিলে যাইতে পারিবেন না ? কাজেই গঙ্গারামকে মুরলার সঙ্গে যাইতে হইল। মুরলা আগে আগে চলিল, গঙ্গারাম পাছু পাছু। কিছু দূর গিয়া গঙ্গারাম দেখিলেন, সম্মুখে উচ্চ অট্টালিকা। চিনিয়া বলিলেন, “এ যে রাজবাড়ী যাইতেছ?” মুরল। তাতে দোষ কি ? গঙ্গারাম। সিং-দরজা দিয়া গেলে দোষ ছিল না। এ যে খিড়কী । অন্তঃপুরে যাইতে হইবে না কি ? মুরলা । সাহস হয় না ? গঙ্গা। না—আমার সে সাহস হয় না, এ আমার প্রভুর অন্তঃপুর । বিন হুকুমে যাইতে পারি না। মুরলা। কার হুকুম চাই ? গঙ্গা। রাজার হুকুম।
পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।