পঞ্চম পরিচ্ছেদ গঙ্গারাম কখনও সীতারামের অন্তঃপুরে আসে নাই, নন্দ কি রমাকে কখনও দেখে নাই। কিন্তু মহামূল্য গৃহসজ্জা দেখিয়া বুঝিল যে, ইনি এক জন রাণী হইবেন ; রাণীদিগের মধ্যে নন্দার অপেক্ষ রমারই সৌন্দর্য্যের খ্যাতিটা বেশী ছিল—এ জন্য গঙ্গারাম সিদ্ধান্ত করিল যে, ইনি কনিষ্ঠ মহিষী রম। অতএব জিজ্ঞাসা করিল, “মহারাণী কি আমাকে তলব করিয়াছেন ?” রমা উঠিয়া গঙ্গারামকে প্রণাম করিল। বলিল, “আপনি আমার দাদা হন—জ্যেষ্ঠ ভাই, আপনার পক্ষে স্ত্রীও যেমন, আমিও তাই । অতএব আপনাকে যে এমন সময়ে ডাকাইয়াছি, তাহাতে দোষ ধরিবেন না।” গঙ্গা । আমাকে যখন আজ্ঞা করিবেন, তখনই আসিতে পারি—আপনিই কত্রী— রম। মুরলা বলিল যে, প্রকাশে আপনি আসিতে সাহস করিবেন না। সে আরও বলে—পোড়ারমুখী কত কি বলে, তা আমি কি বলব ? তা, দাদা মহাশয়! আমি বড় ভীত হইয়াই এমন সাহসের কাজ করিয়াছি। তুমি আমায় রক্ষা কর। বলিতে বলিতে রম কাদিয়া ফেলিল। সে কান্না দেখিয়া গঙ্গারাম কাতর হইল । বলিল, “কি হইয়াছে ? কি করিতে হইবে ?” রম। কি হইয়াছে ? কেন, তুমি কি জান না যে, মুসলমান মহম্মদপুর লুঠিতে আসিতেছে—আমাদের সব খুন করিয়া, সহর পোড়াইয়া দিয়া চলিয়া যাইবে ? গঙ্গা । কে তোমাকে ভয় দেখাইয়াছে ? মুসলমান আসিয়া সহর পোড়াইয়া দিয়া যাইবে, তবে আমরা কি জন্য ? আমরা তবে তোমার অন্ন খাই কেন ? রম। তোমরা পুরুষ মানুষ, তোমাদের সাহস বড়—তোমরা অত বোঝ না। যদি তোমরা না রাখিতে পার, তখন কি হবে ? রম আবার র্কাদিতে আরম্ভ করিল। গঙ্গা। সাধ্যানুসারে আপনাদের রক্ষা করিব, আপনি নিশ্চিন্ত থাকুন। রম। তা ত করবে—কিন্তু যদি না পারিলে ? গঙ্গা। না পারি, মরিব । রম। তা করিও না। আমার কথা শোন। আজ সকলে বড় রাণীকে বলিতেছিল, মুসলমানকে আদর করিয়া ডাকিয়া, সহর তাদের মুপিয়া দাও—আপনাদের সকলের
পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।