পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

αν সীতারাম যে কয় বৎসর বঁচি, সেই কয় বৎসর সুখে কাটাইতে পারিব।”—কিন্তু সন্ধ্য। বেলা ভাবিল, “আর একবার কি দেখিতে পাই না ?” রাত্রি দুই চারি দণ্ডের সময়ে গঙ্গারাম ভাবিল, “আজ আবার মুরলা আসে না ।” রাত্রি প্রহরেকের সময়ে মুরলা তাহাকে নিভৃত স্থানে গিরেফতার করিল। গঙ্গারাম জিজ্ঞাসা করিল, “কি খবর ?” মুরল। তোমার খবর কি ? গঙ্গা। কিসের খবর চাও ? মুরলা । বাপের বাড়ী যাওয়ার। গঙ্গা । আবশ্বক হইবে না বোধ হয়। রাজ্য রক্ষা হইবে। মুরল। কিসে জানিলে ? গঙ্গা। তা কি তোমায় বলা যায় ? মুরলা । তবে আমি এই কথা বলি গে ? গঙ্গা । বল গে | মুরলা। যদি আমাকে আবার পাঠান ? গঙ্গ। কাল যেখানে আমাকে ধরিয়াছিলে, সেইখানে আমাকে পাইবে । মুরলা চলিয়া গিয়া, রাজ্ঞীসমীপে সংবাদ নিবেদন করিল। গঙ্গারাম কিছুই খুলিয়৷ বলেন নাই, সুতরাং রমাও কিছু বুঝিতে পারিল না। না বুঝিতে পারিয়া আবার ব্যস্ত হইল। আবার মুরলা গঙ্গারামকে ধরিয়া লইয়া তৃতীয় প্রহর রাত্রে রমার ঘরে আনিয়া উপস্থিত করিল। সেই পাহারাওয়াল৷ সেইখানে ছিল, আবার গঙ্গারাম মুরলার ভাই বলিয়া পার হইলেন। - গঙ্গারাম, রমার কাছে আসিয়া মাথা মুণ্ড কি বলিল, তাহ গঙ্গারাম নিজেই কিছু বুঝিতে পারিল না, রমা ত নয়ই। আসল কথা, গঙ্গারামের মাথা মুণ্ড তখন কিছুই ছিল না, সেই ধনুৰ্দ্ধর ঠাকুর ফুলের বাণ মারিয়া তাহ উড়াইয়া লইয়া গিয়াছিলেন। কেবল তাহার চক্ষু দুইটি ছিল, প্রাণপাত করিয়া গঙ্গারাম দেখিয়া লইল, কাণ ভরিয়া কথা শুনিয়া লইল, কিন্তু তৃপ্তি হইল না। গঙ্গারামের এতটুকু মাত্র চৈতন্য ছিল যে, চন্দ্রচূড় ঠাকুরের কল কৌশল রমার সাক্ষাতে কিছুই সে প্রকাশ করিল না। বস্তুতঃ কোন কথা প্রকাশ করিতে সে আসে নাই, কেবল দেখিতে আসিয়াছিল। তাই দেখিয়া, দক্ষিণাস্বরূপ আপনার চিত্ত রমারে দিয়া