পাতা:সীতারাম- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় খও–ষোড়শ পরিচ্ছেদ bry সীতা । তিনি আমাকে গোলা বারুদ এবং গোলন্দাজ দিয়া অন্তৰ্দ্ধান হইয়াছেন । এক্ষণে এ কয় মাসের সংবাদ আমাকে বলুন। তখন চন্দ্রচূড় সকল বৃত্তান্ত, যতদূর তিনি জানিতেন, আনুপূর্বিবক বিবৃত করিলেন । শেষে বলিলেন, “এক্ষণে যে জন্য দিল্লী গিয়াছিলেন, তাহার স্থসিদ্ধির সংবাদ বলুন ।” সীতা । কার্য্যসিদ্ধি হইয়াছে। বাদশাহের আমি কোন উপকার করিতে পারিয়াছিলাম। তাহাতে তিনি আমার উপর সন্তুষ্ট হইয়া দ্বাদশ ভৌমিকের উপর আধিপত্য প্রদান করিয়া মহারাজাধিরাজ নাম দিয়া সনন্দ দিয়াছেন। এক্ষণে বড় তুর্ভাগ্যের বিষয় যে, ফৌজদারের সঙ্গে বিরোধ উপস্থিত হইয়াছে। কেন না, ফৌজদার সুবাদারের অধীন, এবং স্থবাদার বাদশাহের অধীন। অতএব ফৌজদারের সঙ্গে বিরোধ করিলে, বাদশাহের সঙ্গেই বিরোধ করা হইল। যিনি আমাকে এতদূর অনুগৃহীত করিয়াছেন, তাহার বিরুদ্ধে অস্ত্ৰধারণ করা নিতান্ত কৃতত্ত্বের কাজ। আত্মরক্ষা সকলেরই কৰ্ত্তব্য । কিন্তু আত্মরক্ষার জন্য ভিন্ন ফৌজদারের সঙ্গে যুদ্ধ করা আমার অকৰ্ত্তব্য। অতএব এ বিরোধ আমার বড় হরদৃষ্ট বিবেচনা করি । - চন্দ্র। ইহা আমাদিগের শুভাদৃষ্ট—হিন্দু মাত্রেরই শুভাদৃষ্ট ; কেন না, আপনি মুসলমানের প্রতি সম্প্রীত হইলে, মুসলমান হইতে হিন্দুকে রক্ষা করিবে কে ? হিন্দুধৰ্ম্ম আর দাড়াইবে কোথায় ? ইহা আপনারও শুভাদৃষ্ট ; কেন না, যে হিন্দুধৰ্ম্মের পুনরুদ্ধার করিবে, সেই মনুষ্য মধ্যে কৃতী ও সৌভাগ্যশালী । w সীতা । মৃত্ময়ের সংবাদ না পাইলে, কি কৰ্ত্তব্য, কিছুই বলা যায় না। সন্ধ্যার পর মৃন্ময়ের সংবাদ আসিল । পীর বক্স খী নামে ফৌজদারী সেনাপতি অৰ্দ্ধেক ফৌজদারী সৈন্য লইয়া আসিতেছিলেন, অৰ্দ্ধেক পথে মৃণায়ের সঙ্গে তাহার সাক্ষাৎ ও যুদ্ধ হয়। মৃন্ময়ের অসাধারণ সাহস ও কৌশলে তিনি সসৈন্তে পরাজিত ও নিহত হইয়া যুদ্ধক্ষেত্রে শয়ন করেন। বিজয়ী মৃন্ময় সসৈন্তে ফিরিয়া আসিতেছেন। শুনিয়া চন্দ্রচূড় সীতারামকে বলিলেন, “মহারাজ ! আর দেখেন কি ? এই সময়ে বিজয়ী সেনা লইয়া নদী পার হইয়া গিয়া ভূষণ দখল করুন।” > *