পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়। 3 * * ঘোর ছুর্নিমিত্ত সকল প্রাদ্ধভূত হইতেছে, ইহাতে বস্তুতই আমার মনে নানা আশঙ্কা হয় ; এক্ষণে বনদেবতার তোমায় রক্ষা করুন, আমি রামের সহিত ; প্রত্যাগমন করিয়া আবার যেন তোমার দর্শন পাই ।” (৩৪৫ ) - সীতা লক্ষ্মণকে আর কিছু না কহিয়া কেবল রোদন করিতে লাগিলেন। লক্ষ্মণ র্তাহাকে সাম্বন করিয়া কুপিতমনে রামের নিকট প্রস্থান করিলেন । মহাবীর লক্ষ্মণ প্রস্থান করিলে, সীতাদেবী রামলক্ষ্মণের আগমন প্রতীক্ষায় অশ্রুপূর্ণলোচনে উৎকণ্ঠিতমনে কুটীরে উপবিষ্ট আছেন, ইত্যবসরে ব্রাহ্মণবেশী এক ভিক্ষুক আসিয়া তাহাদের দ্বারে উপস্থিত হইল। তাহার পরিধান কাষায় বসন, মস্তকে শিখ, বাম্স্কন্ধে যষ্টি ও কমণ্ডলু, হস্তে ছত্র ও চরণে পাদুকা। সে ধীরে ধীরে ভর্তৃশোকাৰ্ত্ত। সীতার সন্নিহিত হইয়। উইকে নিরীক্ষণ পূৰ্ব্বক নিস্তব্ধ হইয়া রহিল l সীতার বদনমণ্ডল অশ্রুজলে কলঙ্কিত হইয়া নীহারক্লিষ্ট কমলের ন্যায় শোভা পাইতেছিল ; শোকে পরিমান হইলেও, তাহার দেহ হইতে এক দিব্য জ্যোতি পরিস্ফুট হইতেছিল। ভিক্ষুক সীতার অলৌকিক রূপে বিমুগ্ধ হইয় নিল জ্জের দ্যায় তাহার সৌন্দর্য্যের প্রশংসা করিতে লাগিল, এবং তিনি সেই বিপদসঙ্কুল ভীষণ অরণ্য আলোকিত করিয়া একাকিনী তথায় বিরাজ করিতেছেন কেন, তাহাও জিজ্ঞাসা করিল। সরলা সীতা ভিক্ষুককে ব্রাহ্মণ মনে করিয়া সংক্ষেপে আপনাদের পারচয় প্রদান করিলেন, এবং শোকে মন উদ্বিগ্ন থাকিলেও অতিথিসৎকার করিতে বিস্কৃত হইলেন না। তিনি উহাকে পাদ্য ও আসন প্রদান পূৰ্ব্বক কহিলেন “ব্রহ্মণ, অন্ন প্রস্তুত ; এই আসনে উপরেশন করুন, এই পাদোদক গ্রহণ করুন, এবং এই সকল বস্তদ্রব্য সিদ্ধ করিয়া রাখিয়াছি, আপনি নিশ্চিন্তমনে ভোজন করুন। ভোজনান্তে