পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ - সীতা । গোদাবরি, তোমায় বন্দনা করি, রাবণ সীতাকে অপহরণ করিয়া পলাইতেছে, তুমি শীঘ্রই রামকে এই কথা বল। অরণ্যের দেবতাদিগকে অভিবাদন করি, রাবণ সীতাকে অপহরণ করিতেছে, তোমরা শীঘ্রই রামকে এই কথা বল। এইস্থানে যে কোন জীবজন্তু আছ, সকলেরই শরণাপন্ন হইতেছি, রাবণ তোমার প্রাণাধিক সীতাকে অপহরণ করিতেছে, তোমরা শীঘ্রই রামকে এই কথা বল। হায়, যমও যদি লইয়া যায়, যদি ইহলোক হইতেও অন্তর্হিত হই, সেই মহাবীর জানিতে পারিলে নিজবিক্রমে নিশ্চয়ই আমায় আনয়ন করিবেন। হা তাত জটায়ু, দেখ, এই দুরায় রাক্ষস আমায় অনাথার স্তায় লইয়া যাইতেছে, ইহার হস্তে অস্ত্রশস্ত্র রহিয়াছে, তুমি কি ইহাকে নিবারণ করিতে সক্ষম হইবে ? এক্ষণে, রাম ও লক্ষণ যাহাতে এই বৃত্তান্ত অবগত হইতে পারেন, তুমি তাহাই করিও।” (৩৪৯) (জটায়ু নামে এক বিহুগরাজ আশ্রমের অনতিদূরে বাস করিতেন। তিনি রামচন্দ্রের অতিশয় শুভাকাঙ্ক্ষী ছিলেন। সহসা সীতার এই হৃদয়বিদারী বিলাপ শ্রবণ পূৰ্ব্বক জটায়ু উদ্ধ দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন যে, রাক্ষসাধম রাবণ রামের বনিতা সীতাদেবীকে অপহরণ করিয়া শূন্তমার্গে পলায়ন করিতেছে। বিহগরাজ তৎক্ষণাৎ আকাশে উড্ডৗন হুইয়া রাবণের সহিত ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলেন, নখর ও চষ্ণুপ্ৰহারে তাহার দেহ ক্ষতবিক্ষত এবং পদাঘাতে তাহার রথ চুর্ণ বিচূর্ণ করিয়া দিলেন। রাবণ সীতাকে ভূমিতলে স্থাপন করিয়া জটাযুকে তীক্ষ শর দ্বার নিপীড়িত করিতে লাগিল, এবং বহুক্ষণ যুদ্ধের । পর খড়গ দ্বারা পক্ষদ্বয় ছিন্ন করিয় তাহাকে মৃতপ্রায় করিয়া দিল । বিহগৱাজ সীতাকে রক্ষা করিতে গিয়া মরণাপন্ন হইলেন দেখিয়া, মন্দ্ৰভাগিনী জানকী বিলাপ করিতে করিতে এক লতাকে হস্ত দ্বারা বৃদ্ধরূপে আলিঙ্গন করিলেন। দুরন্ত রাক্ষস ক্রোধে সীতাকে লত