}} 8 সীতা । পরে, আপনার দুরবস্থ সম্যক্ট উলিন্ধি করিয়া অসহায়ার তায় রোন করিতে লাগিলেন। ব্রোবণ লঙ্কাতে আসিয়াই ঘোরদর্শন রাক্ষীগণের হস্তে সীতাকে সমর্পণ করিল এবং তাহার সমুচিত রক্ষণাবেক্ষণের জন্ত কঠোর আদেশ প্রদান করিল। সীতার যাহা প্রয়োজন হইবে, রাক্ষসীরা যেন তৎক্ষণাৎ তাহা ੋ করে, এবং কেহ যেন ভ্ৰমেও সীতার প্রতি কোন রূঢ় বাক্য প্রয়োগ না করে। রাবণ এইরূপ আজ্ঞা প্রদান করিয়া আটজন মহাবল রাক্ষসকে রামলক্ষ্মণের প্রাণনাশ করিতে জুনস্থানে প্রেরণ করিল এবং কিয়ৎক্ষণ পরে সীতার মনস্তুষ্টিসাধনের নিমিত্ত পুনৰ্ব্বার অন্তঃপুরে প্রবেশ করিয়া সেই রাক্ষসীরক্ষিতা অনাধিনীকে আপনার ধনবৈভব দেখাইতে লাগিল । সীতাদেবী রাক্ষাধর্মকে দেখিয়াই তাহার ও আপনার মধ্যে একটা তৃণ ব্যবধান রাখিলেন, এবং তাহার বাক্যে কর্ণপাত ন৷ করিয়া কেবল প্রবলবেগে . বিসর্জন করিতে লাগিলেন। তদর্শনে রাবণ সীতাকে সান্থনা করিষ্কার চেষ্টা করিতে লাগিল এবং ক্ষীণপ্রাণ রামের দোষ ও অক্ষমতাপ্রদর্শন এবং আপনার গুণ সৌন্দৰ্য্য ও ঐশ্বৰ্য্যাদি কীৰ্ত্তন করিয়া তাহার মনোহরণ করিবার প্রয়াস পাইতে লাগিল । : পতিপরায়ণ সীতাদেবী তিনি৷ শ্রবণ পূৰ্ব্বক সেই শক্ৰগৃহেই কালভূজঙ্গীর ন্যায় গর্জন রাবণের প্রতি যৎপরোনাস্তি তিরস্কার ও অপমানহুচক বাক্য প্রয়োগ করিতে লাগিলেন এবং রাবণের ভয়প্রদর্শনে কিছুমাত্র ভীতা না হইয়া বলিলেন “দেখ, এক্ষণে এই দেহ অসাড় হইয়াছে, তুই বধ বা বন্ধন কর, আমি ইহ। আর রক্ষা করিব না, এবং জগতে অসতীরূপ অপবাদও রাখিতে পারিব না। আমি ধৰ্ম্মশীল রামের ধৰ্ম্মপত্নী, তুষ্ট পাপী হইয়। কখনই আমায় স্পর্শ করিতে । *itत्रॆिर्रि न।” ( ७८७) ।
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।