পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》는 সীতা । জানকি, আমি একান্ত দুঃখিত হইয়াছি, শীঘ্রই आमाद्र নিকটে আইল । তুমি যে সকল সরল মৃগশিশুর সহিত ক্রীড়া করিতে, ঐ দেখ, তাহারা তোমার বিরহে সজলনয়নে চিত্ত করিতেছে।” (৩৬০,৬১ ) { কিয়ৎক্ষণ পরে রাম আপনার ভ্রাস্তি বুঝিতে পারিলেন। সীতাকে কেহ হরণ বা ভক্ষণ করিয়াছে, এই চিন্তাই আবার তাহার মনে বলবতী হইল। তিনি লক্ষ্মণকে “ভাই, আমার জানকী নাই, আমি আর বঁাচিব না" এই কথাগুলি বলিয়া শোকে অতিশয় অবসন্ন ও মুহূৰ্ত্তকাল বিহবল হইয়া পড়িলেন। লক্ষ্মণ র্তাহাকে নানাপ্রকারে প্ৰবোধিত করিতে লাগিলেন, কিন্তু রাম তাহার বাক্য অনাদর করির সীতার জন্য অজস্র বাস্পবারি বিমোচন পুৰ্ব্বক কাতরকণ্ঠে বিলাপ করিতে লাগিলেন । ভ্রাতৃবৎসল লক্ষ্মণ রামকে অতি কষ্টে আশ্বস্ত করিয়া উভয়ে আবার বনে, উপবনে, সরোবরে, গোদাবরীতীরে, এবং সীতার সমস্ত গন্তব্যস্থানেই তাছাকে যত্নসহকারে অনুসন্ধান করিতে লাগিলেন, কিন্তু কোথাও তাহার দর্শন পাইলেন না। রাম উদভ্ৰান্তচিত্তে সরিদ্বর গোদাবরী ও পৰ্ব্বতশ্রেণীকে সীতার সংবাদ জিজ্ঞাসা করিলেন, কিন্তু কেহই কোন উত্তর প্রদান করিল না। তদর্শনে তিনি রোধে প্ৰজলিত হইয়া যেন বিশ্বব্ৰহ্মাণ্ডকে ধ্বংস করিবার নিমিত্তই কটিতটে বল্কল ও চৰ্ম্ম পরিবেষ্টন এবং মস্তকে জটাভার বন্ধন করিলেন। তাহার নেত্র श्राव्रङ श्ब्रां ऊँठिन ७दर ७र्छ কম্পিত হইতে লাগিল। তিনি শরালন গ্রহণ ও সুদৃঢ় মুষ্টিদ্বারা তাহ ধারণ করিয়া তাহতে এক প্রদীপ্ত শৱ সন্ধান করিলেন। লক্ষ্মণ র্তাহার এই রুদ্রমূৰ্ত্তি দেখিয়া মৃদুবচনে নানাপ্রকার যুক্তিপ্রদর্শন পূর্বক তাহার ক্রোধশান্তি করিলেন । ब्लाभ गन्नt१ब्र बां८का हिङ्ग इहेङ्गां नौङांब्र जtदषणार्थ शूनर्विाङ्ग नांमा