১৩৪ ৷ সীতা । কপিরাজকে কাৰ্ত্তিক মাসের প্রারম্ভেই রাবণবধের সমুচিত উদ্যোগ করিতে আদেশ প্রদান করিলেন। ... ' রাম লক্ষ্মণের সহিত প্রশ্ৰবণ পৰ্ব্বতে প্রত্যাগমন করিলেন। শ্রাবণের অবিরল আসারপাত হইতে কথঞ্চিৎ রক্ষা পাইবার নিমিত্ত র্তাহার এক স্বপ্রশস্ত সুদৃপ্ত গুহ মধ্যে আশ্রয় গ্রহণ করিলেন। বর্ষাকালে ধরণীর এক অপূৰ্ব্ব শোভ হইল। নদীসকল কর্দমময় জলে পরিপূর্ণ ও উচ্ছলিত; অহাতে হংসচক্রবাক প্রভৃতি জলচর পক্ষিগণ মহানৰে অনবরত ক্রীড়া করিতেছে। আকাশ পৰ্ব্বতপ্রমাণ মেঘে নিরস্তর আচ্ছন্ন ; তাহা হইতে অবিরলধারায় বৃষ্টিপাত হইতেছে। কখনও ভয়ঙ্কর মেঘগর্জনে গুহা সকল প্রতিধ্বনিত হুইতেছে। রজনী অন্ধকারময়ী ; দামিনী মুহুমুহু উদ্ভাসিত হইতেছে। ক্ষণপ্রভার চঞ্চল আলোকে সশৈলকাননা ধরিত্রী প্রতিমুহূর্তে ভীষণ হইতে ভীষণতর রূপ পরিগ্রহ করিতেছে। ভেকসকল গম্ভীররবে রজনীর ভীষণত বিঘোষিত করিতেছে। ময়ূরসকল কেকারবে দিষ্মণ্ডল পরিপূর্ণ করিতেছে। কদম্ব ও কেতকী পুষ্পসকল বিকশিত হইয়া চতুর্দিকে মনোহর গন্ধ বিকীর্ণ করিতেছে ; জম্বুবুক্ষে ভ্রমরকৃষ্ণ রসালফল সকল লম্বমান রহিয়াছে। কোথাও স্বপঙ্ক আম্রফলসকল বায়ুবেগে চতুর্দিকে বিক্ষিপ্ত হইতেছে, কোথাও মাতঙ্গগণ নিৰ্ব্বরশব্দে আকুল হইয়া ইতস্ততঃ পরিভ্রমণ করিতেছে ; আর কোথাও বা বানরের যারপর নাই হৃষ্ট হইয়া বৃক্ষ হইতে বৃক্ষান্তরে লম্ফপ্রদান করিতেছে। অবিরল বৃষ্টিপাতে নদী, হ্রদ, তড়াগ, সরোবর ও দীর্ঘিকা প্রভৃতি জলাশয়সকল। জলময় হইল ; তৎকালে লোকে গৃহত্যাগ করিয়া স্থানাস্তরগমনের অভিলাব করিল না। রাজগণ যুদ্ধযাত্রা হইতে প্রতিনিবৃত্ত হইল। হরিণ হরিণীদল প্রশস্ত শুামল ক্ষেত্রে আর পরিদৃষ্ট হইল না। রামলক্ষ্মণ গুহামধ্যেই সতত আবদ্ধ রহিলেন । রাম অতিশয় কষ্ট্রেই সেই দারুণ
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।