రిసి गौडा । সকলের মনে সন্ত্রাস সমুংপাদন পূর্বক ধনুৰ্ব্বাণ হস্তে কিষ্কিন্ধার পুরস্বারে উপনীত হইলেন। বানরেঞ্জ তাহার ভীষণ মূৰ্ত্তি দর্শনে ইতস্ততঃ পলায়ন করিল। যুবরাজ অঙ্গদ লক্ষ্মণকে ক্রুদ্ধ দেখিয়া ভীতমনে তাহার সমীপস্থ হইলেন এবং তাহাকে তাহার আদেশ জ্ঞাপন করিতে বিনীতভাবে প্রার্থনা করিলেন। লক্ষ্মণের আদেশে যুবরাজ অস্তঃপুরে প্রবেশ করিয়া সুগ্ৰীবকে তাহার আগমন সংবাদ জানাইলেন। সুগ্ৰীব মদ্যপানে বিহ্বল হইয়া প্রমোদৃশয্যায় শয়ান ছিলেন; লক্ষ্মণ ক্রুদ্ধমনে পুরদ্বারে দণ্ডায়মান রহিয়াছেন সহসা এই সংবাদ শ্রবণমাত্র . তিনি অতিশয় চিন্তাকুল হইলেন এবং তাহাকে অনতিবিলম্বে অন্তঃপুরে আনয়ন করিতে তৎক্ষণাৎ বুদ্ধিমতী তারাকে প্রেরণ করিলেন। প্রিয়দর্শন তারা মদবিহবললোচনে স্থলিতগমনে লক্ষ্মণের নিকট উপস্থিত হইলেন। লক্ষ্মণ দূর হইতেই কাঞ্চীর রব ও নুপুরধ্বনি শ্রবণ করিয়া তটস্থ হইলেন, এবং স্ত্রীলোকের সান্নিধ্যবশতঃ ক্ৰোধ পরিহার পূর্বক অবনতমুখে একপার্শ্বে দণ্ডায়মান রহিলেন। তারা মুমধুর প্রিয়বাক্যে লক্ষ্মণের ক্রোধ অপনয়ন করিলেন, বলিলেন সুগ্ৰীব তাহাদের মিত্র, সুতরাং ভ্রাতার দ্যায় সম্মানের যোগ্য। ভ্রাতা অপরাধী হইলেও তৎপ্রতি ক্রোধপ্রকাশ করা বুদ্ধিমানের কৰ্ত্তব্য নহে। সত্য বটে সুগ্ৰীব মোহবশতঃ বিষয়মুখে নিমগ্ন হইয়াছেন, কিন্তু তাহা হইলেও তিনি রামের উপকার ক্ষণকালের নিমিত্তও বিস্কৃত হন নাই; সীতা সমুদ্ধার ও রাবণবধে তিনি যে প্রতিজ্ঞা করিয়াছেন তাহ পালন করিতে তিনি সৰ্ব্বদাই সমুৎসুক। ইতঃপূৰ্ব্বেই তিনি সৈন্তসংগ্রহের আদেশ প্রচার করিয়াছেন, আর কিয়দিবসমধ্যেই সৈন্যসকল সমবেত হইবে। লক্ষ্মণ ক্রোধ পরিহার পূর্বক তারার সহিত অন্তঃপুরে প্রবেশ করুন, এবং সুগ্ৰীবের সহিত সাক্ষাৎ করিয়া আপনার মনোগতভাব ব্যক্ত করুন। । - .
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।