পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 Ebr সীতা । কিন্তু এই সময়ের মধ্যে সকলে প্রত্যাগত না হইলে তাঁহাদের যে গুরুতর দণ্ডবিধান হইবে তাহাও তিনি প্রচারিত করিয়া দিলেন। বানরগণের প্রস্থান দিবস হইতে গণনায় ক্রমশঃ মাস পূর্ণ হইয়৷ আসিল । তখন বানরেরা সীতার কোথাও উদ্দেশ না পাইয়া হতাশহৃদয়ে কিষ্কিন্ধায় প্রত্যাগত হইতে লাগিল। মহাবীর বিনত পূৰ্ব্বদিক হইতে, শতবলি উত্তর দিক্ হইতে এবং স্বসেন সসৈন্তে ভাতমনে পশ্চিম দিক্ হইতে আগমন করিলেন। তাছার প্রস্রবণশৈলে রাম ও স্বগ্রীবের নিকট উপস্থিত হইয়া আপনাদের ব্যর্থ অনুসন্ধান ফল জ্ঞাপন করিলেন। হনুমান ও অঙ্গদ প্রভৃতি শ্রেষ্ঠ বানৱগণ তখনও প্রত্যাগত হইলেন না দেখিয়া রাম সীতার উদ্দেশ সম্বন্ধে একেবারে নিরাশ হই লেন না । অঙ্গদপ্রভৃতি বানরগণ দক্ষিণদিকে পুঙ্খানুপুঙ্খরূপে সীতার অমুসন্ধান করিলেন, কিন্তু কোথাও তাহার দর্শন. গাইলেন না। তাহারা নানাস্থলে নামাপ্রকার বিপজ্জালে জড়িত হইলেন, অনেক যত্ন ও পরিশ্রম করিলেন, কিন্তু কিছুতেই সফলকাম হইলেন না। এইরূপে ভ্রমণ করিতে করিতে র্তাহারা নির্দিষ্ট কাল অতিক্রম করিয়া ফেলিলেন । অবশেষে সীতার সন্ধানপ্রাপ্তিসম্বন্ধে একেবারে হতাশ হইয় তাহারা রাম ও মুগ্ৰীবের ভয়ে সমুদ্রতটে প্রায়োপবেশন দ্বার প্রাণ বিসর্জন করিবার সঙ্কল্প করিলেন, এবং তদনুসারে সকলে একস্থানে সমবেত হইলেন। সমুদ্রতটস্থ এক পৰ্ব্বতোপরি সম্পাতি নামে এক বিহগরাজ । বাস করিতেন। তিনি জটায়ুর ভ্রাতা। সম্পাতি বানরগণকে আপনার ভক্ষ্য মনে করিয়া মহোল্লাসে তাছাদের সমীপন্থ হইলেন, কিন্তু তাহাদের নিকট রাবণহস্তে ভ্রাতা জটায়ুর মৃত্যু ও সেই রাক্ষসকর্তৃক সীতার অপহরণ, এই দুই অপ্রিয় সমাচার শ্রবণ করিয়া অতিশয় দুঃখিত হইলেন। সম্পাতির নিকট বানরগণ সীতা ও রাবণের সংবাদ