নবম অধ্যায়। $ల్సి পাইলেন। রাবণ সমুত্রের পরপারবত্তাঁ লঙ্কাদ্বীপে অবস্থান করিতেছে। সেই পামর সীতাদেবীকে অপহরণ করিয়া লঙ্কাতেই রাখিয়াছে। বানরগণ সাগর লঙ্ঘন করিলেই সীতার দর্শন পাইবেন। এই শুভ ও প্রিয় সংবাদ শ্রবণে বানরগণ হর্ষে আপ্ল ত হইলেন ; তাহাদের মধ্য হইতে এক তুমুল কিলকিলাধানি সমুখিত হইল। প্রধান প্রধান বানরগণ সাগরলঙ্ঘনের সঙ্কল্প করিতে লাগিলেন, কিন্তু কেহই তৎসাধনে অগ্রসর হইতে সাহস করিলেন না। অবশেষে মহাবীর হনুমান আপনার অলৌকিক শক্তির উপর নির্ভর করিয়া সাগরলঙ্ঘনে কৃতনিশ্চয় হইলেন । সকলেই তাহার সামর্থ্যে বিশ্বাস স্থাপন করিল। অনন্তর মহাবল পবনকুমার সকলকে আমন্ত্ৰণ করিয়া এক উত্তর পৰ্ব্বতশৃঙ্গে আরোহণ করিলেন এবং ভীমরূপ ধারণ করিয়া বীরদৰ্পে মহাতেজে আকাশমার্গে লম্ফপ্রদান করিলেন। জলচর, স্থলচর ও শূন্তচরেরা তাহার হুঙ্কারে ভীত হইয়া ইতস্ততঃ পলায়ন করিল। তাহার গমনবেগবশাৎ এক প্রবল বাত্য উপস্থিত হইল এবং সমুদ্রের জলরাশিও সংক্ষুভিত হইতে লাগিল। বানরগণ বিস্ময়োৎফুল্ললোচনে তাহার দিকে দৃষ্টিপাত করিতে লাগিলেন। দেখিতে দেখিতে সেই মহাবীর পবনকুমার কুজবটিসমাচ্ছন্ন অনস্ত সাগরের অস্পষ্ট সীমাস্তরালে কোথায় অদৃপ্ত হইয়া গেলেন ।
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।