পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায়। । সমুদ্রের মধ্যে লঙ্কাদ্বীপ। লঙ্কা দেখিতে পরম রমণীয়, যেন প্রকৃতিদেবীর একমাত্র লীলাভূমি। লঙ্কা মনোহর বন উপবন, শৈলকানন, গিরিগুহা, নদনদী, প্রান্তরক্ষেত্র ও উদ্যান সরোবরে সমলস্তৃত। ত্রিকূটনাম এক পৰ্ব্বতোপরি লঙ্কাপুরী প্রতিষ্ঠিত, তাহার চতুর্দিকে গভীর দুর্লজা রাক্ষসরক্ষিত পরিখা। নগরী কনকময় প্রাকারে পরিবেষ্টিত এবং অত্যুচ্চ সুধাধবল গৃহ ও পাণ্ডুবৰ্ণ স্বপ্রশস্ত রাজপথে পরিশোভিত। সৰ্ব্বত্রই প্রাসাদ ; স্থানে স্থানে স্বর্ণস্তম্ভ ও স্বর্ণজাল ; কোনস্থানে সাপ্তভৌমিক ভবন, কোথাও অষ্টতল গৃহ এবং ইতস্ততঃ পতাকা ও লতাকীর্ণ স্বর্ণময় তোরণ। নগরী পৰ্ব্বতোপরি অবস্থিত ছিল, স্বতরাং দূর হইতে বোধ হইত যেন উহা গগনে উড্ডীন হই তেছে। উহার স্থানে স্থানে শতী ও শূলাঞ্জ, এবং চতুর্দিকে তীমদৰ্শন রাক্ষসসৈন্ত। এই নগরীর মধ্যে নানাস্থলে উদ্যান, কৃত্রিম কালন, ও কমলশোভিত স্বচ্ছ সরোবর। কোথাও পান গৃহ, কোথাও গুপাগার, কোথাও চিত্রশাল, কোথাও ক্রীড়াভূমি, কোথাও বিস্ময়জনক ভূমধ্যস্থ গৃহ এবং কোথাও বা চৈত্যভূমি। ছেৰ্বত্ত রাবণ এই भप्नांश्ब्र लझाब अंशैर्श्वब्र। ब्रांद१ दिवथर्वांनाभा ७क बांऋ१द्र 8ब्ररन এবং নিকষানায়ী এক রাক্ষসীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিল। ইহার অপর দুই ভ্রাতার নাম কুম্ভকৰ্ণ ও বিভীষণ ; কুম্ভকৰ্ণ ভীমকায়, বিকটদৰ্শন ও রাবণের তুল্যই পামরছিল; কিন্তু সৰ্ব্বকনিষ্ঠ বিভীষণ জিতেজিয়, সদাচারসম্পন্ন ও ধৰ্ম্মপরায়ণ ছিলেন। তিনি রাবণের পাপানুষ্ঠান দর্শনে মনে মনে অতিশয় সম্বগু হইতেন এবং সৰ্ব্বাই