পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8% সীতা । যে নিশ্চয়ই আত্মহত্যা করিবেন ইহা সে বিলক্ষণ বুঝিতে পারিয়াছিল। সীতাকেই রাজমহিষী করিয়া তৎসহবাসে অনন্তকাল যাপন করা রাবণের দুর্গমনীয় অভিলাষ। সীতা মরিলে সে অভিলাষ চরিতার্গ इम्न ने' ; তাই বুদ্ধিমান রাবণ ঈষৎ আত্মসংযম করিয়া সীতাকে একবৎসর সময় প্রদান করিলেন। সম্বৎসরের মধ্যে সীতা যদি রাবণের প্রস্তাবে সন্মত না হন, তাছা হইলে রাক্ষসীরা তাহাকে রাবণের প্রাতভোজনের জন্য থও থও করিয়া কেলিবে। সীতাকে একবৎসর সময় প্রদান করিবার নিগূঢ় উদেশু কি ? রাবণ মনে করিয়াছিল যে পতিপ্রাণ সীতা সদ্য সদ্য স্বামিবিরহিত হইয়। তৎশোকে অতিশয় অভিভূত হইয়াছেন এবং সেই নিমিত্তই তাহাকে এখন প্রত্যাখ্যান করিতেছেন ; কিন্তু এই শোকোচ্ছাস কিঞ্চিৎ প্রশমিত হইলে তিনি রামকে ক্রমে ক্রমে বিস্তৃত হইতে আরম্ভ করিবেন। সীতা স্বীয় উদ্ধারের আর কোন আশা না দেখিয়৷ এবং ঘোরদর্শন রাক্ষসীগণ কর্তৃক নিয়ত উৎপীড়িত হইয়া, ইচ্ছ না থাকিলেও বাধ্য হইয়া, অবশেষে রাবণের বগুত। স্বীকার করিবেন; তাছা হইলেই রাবণের হৃদগত বাসনাও পরিতৃপ্ত হইবে। রাবণ কতশত অপহৃত নারীর সহিত ঈদৃশ সময়পাশে বদ্ধ হইয় সফলকাম হইয়াছে ; সুতরাং সীতারও সহিত একবৎসর সময় করিয়া সে যে লব্ধমনোরথ হইবে না তাহ কে বলিল ? রাবণ পূৰ্ব্বসংস্কার ও অভিজ্ঞতাবলেই সীতাকে একবৎসর সময় প্রদান করিল। রাবণের দুরভিসন্ধি বুঝিতে সীতাদেবীর অধিক বিলম্ব হইল না ; কিন্তু সেই দুরাকাঙ্ক্ষ রাক্ষস রাঘববনিতাকে চিনিতে পারিল না। সীত৷ অশোককাননে প্রেরিত হইলেন, এবং কুকুরীপরিবৃত হরিণীর স্থায়, রাক্ষসীগণে পরিবেষ্টিত হইয়া কষ্টে কালাপন করিতে লাগিলেন। বিকটাকার নিষ্ঠুর রাক্ষসীর রাবণের উপদেশানুসারে তাহাকে কখনও