দশম অধ্যায় । »8 ፃ বুঝাইয়া, কখনও প্রলোভন দেখাইয়া, এবং কখনও বা ভয় প্রদর্শন করিয়া, লঙ্কেশ্বরের অসাধু প্রস্তাবে সমস্ত করিতে প্রয়াস পাইতে বাগিল, কিন্তু তাহারী কিছুতেই কৃতকাৰ্য্য হইল না। রাবণ সীতার সহিত সময়পাশে বদ্ধ হইয়াছিল; যাহার সহিত সময় করা যায়, সময় অতিক্রান্ত না হইলে তাহার সহিত সময়নিবদ্ধ বিষয়ের কোন উল্লেখ বা অবতারণা করা একান্তই নিষিদ্ধ ও নীতিবিগর্হিত। কিন্তু রাবণ দুর্নীতিপরায়ণ ; সে স্বার্থসিদ্ধির জন্যই সীতার সহিত সময় করিয়াছিল ; পতঙ্গ যেমন বহ্নিশিখায়, সেইরূপ সে সীতার রূপে আকৃষ্ট হইয়াছিল ; সীতালাভচিন্তায় সে নিতান্ত আকুল। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হইবার পূর্বেই রাবণ যদি সীতাকে আপনার স্কৃণিত প্রস্তাবে সম্মত করিতে সক্ষম হয়, তাহা হইলে সুদীর্ঘ সম্বৎসরকাল অপেক্ষা করিবার প্রয়োজন কি ? এইরূপ দূষিত নীতির অনুবর্তী হইয়াই রাবণ অশোককাননেও মন্দভাগিনী জানকীর নিকট মধ্যে মধ্যে উপস্থিত হইয়া তাহার দারুণ ক্লেশের কারণ হইত। রাবণকে আসিতে দেখিলেই সীতাদেবী আপনার কাযায়বসনদ্বারা কথঞ্চিৎ লজ্জাবরণ পূৰ্ব্বক সজলনয়নে মৃত্তিকোপরি অবস্থান করিয়া থাকিতেন ; রাবণকে পশ্চাৎ করিয়া ঘন ঘন দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিতেন ; রাবণের কোন কথারই উত্তর প্রদান করিতেন না, এবং যখন দুৰ্ব্বত্তের বাক্যে অতিশয় মৰ্ম্মাহত হইতেন, তখন রোষারুণনেত্রে সেই রাক্ষসাধমকে অতিশয় তিরস্কার করিতেন। রাবণ সীতার বাক্যে ক্রোধে প্ৰজলিত হইয়া উঠিত ; কিন্তু সে সীতার প্রতি অতিশয় আসক্তচিত্ত ছিল বলিয়া তৎক্ষণাৎ ক্রোধ সম্বরণ করিয়া লইত । এইরূপে সীতা রক্ষোগৃহে প্রায় দশমাস কাল অতিবাহিত করিলেন। আর দুইমাস মাত্র অবশিষ্ট আছে। সীতা পতিবিরহে দিন দিন কৃশ ও অস্থিচৰ্ম্মসার হইতেছেন। তাছার মুখশ্ৰী বিলুপ্ত ও অঙ্গ ধূলি
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।