>3切ア - সীতা । ধুরিত হইয়াছে; তিনি আহারনিদ্র পরিত্যাগ করিয়াছেন এবং দিবারাত্র রামেরই অনুধ্যান করিতেছেন। সীতা কি আর ইহজীবনে রামের দর্শন পাইবেন ? রাম কি জীবিত আছেন ? হয়ত তিনি সীতাশোকে অভিভূত হইয়া প্রাণত্যাগ করিয়াছেন ; ভ্রাতৃবৎসল লক্ষ্মণও হয়ত জ্যেষ্ঠের অনুসরণ করিয়াছেন । তবে সীতার আর বঁাচিয়া ফল কি ? র্যাহাকে চক্ষের অন্তরাল করিলে সীতা চতুর্দিক অন্ধকারময় দেখিতেন, সেই প্রাণনাথ আৰ্য্যপুত্রের বিরহে মন্দভাগিনী কিরূপে এতদিন জীবিত আছে ? সীতার হৃদয় পাষাণময় ; সীতা পূৰ্ব্বজন্মে অবশুই অনেক পাপানুষ্ঠান করিয়াছিল ; সীতা পাপীয়সী, তাই তাহার মৃত্যু হয় না, তাই তাহার যন্ত্রণারও শেষ নাই । রামচন্দ্র কি সীতার উদ্দেশ পাইয়াছেন ; তিনি কি সীতার দুরবস্থা পরিজ্ঞাত আছেন ? রামচন্দ্র মহাবীর ; রাম শক্রকে জানিতে পারিলে নিশ্চয়ই তাছাকে সবংশে ধ্বংস করিতেন। সীতা রাজর্ষি জনকের দুহিত, মহারাজ দশরথের পুত্রবধূ, এবং মহাবীর রামচন্দ্রের বনিতা। সীতার ভাগ্যে কি শেষে ইহাই নির্দিষ্ট ছিল ? গীতা জাগ্রত আছেন, না স্বপ্ন দেখিতেছেন ? সীতার জীবন কি স্বপ্নময় ? সীতার কি বুদ্ধিভ্রংশ ঘটিয়াছে ? সীতা কি উন্মাদিনী সীতা জীবিত আছে না মরিয়াছে ? সীতা এখন কোথায় ? লঙ্কাপুরীতে তাহাকে কে আনিল ? দুৰ্ব্বত্ত রাবণ স্বামীর ক্রোড় হইতে সীতাকে আচ্ছিন্ন করিল কেন? সীতা রাবণের কি অপরাধ করিয়াছেন ? সীতার জীবনে আর কোন মুখ নাই; সীতার পক্ষে মৃত্যুই বাঞ্ছনীয় ; কিন্তু মৃত্যু হয় কই ? সীতা তবে আত্মহত্যা করিবে । আত্মহত্যা না মহাপাপ ? মহাপাপ হউক, অমূল্য সতীত্বরত্ব বিনষ্ট হওয়া অপেক্ষ সীতার আত্মহত্যা করা ভাল। কিন্তু উপায় কই ? ছরগুচেড়ীগণ তাহাকে সৰ্ব্বদা রক্ষণাবেক্ষণ করিতেছে ; গীতার মরিবার অবকাশ কই ? হায়, সাঁতার মরিবারও অবসর নাই! সীতা এসংসারে
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।