পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । Ytt উরগের ন্যায়, মহাবেগে এই লঙ্কায় আসিয়া পড়িবে এবং অচিরাৎ छूहे সবান্ধবে বিনষ্ট হুইবি । সেই নরবীর, ভ্রাতার সহিত, মৃগগ্ৰহণার্থ অরণ্যে গিয়াছিলেন, তুই কাপুরুষের ন্তায় তাহার শূন্ত আশ্রমে প্রবেশ করিয়া আমাকে অপহরণ করিয়াছিস্ ; এই কাৰ্য্য অত্যন্ত ঘৃণিত। যখন রামের সহিত তোর বৈরপ্রসঙ্গ হইয়াছে, তখন তোর সহায়সম্পদ অকিঞ্চিৎকর হইবে সন্দেহ নাই। এক্ষণে, তুই কৈলাসেই যা আর পাতালেই প্রবিষ্ট হ, রামের হস্তে আর কিছুতেই তোর নিস্তার .नाशे ।” (८॥२s) জানকীর এই বাক্যে রাবণ অতিশয় কুপিত হইল ; কিন্তু দুৰ্ব্বত্ত কামমোহে অভিভূত হইয়া সীতার প্রতি রোষ প্রদর্শন করিতে পারিল না। রাবণ বলিল "জানকি, পুরুষ স্ত্রীলোককে যেরূপ সমাদর করে, সে সেই পরিমাণে তাহার প্রিয়পাত্র হয় ; কিন্তু আমি তোমাকে যতটুকু সমাদর করিয়াছি, তুমি সেই পরিমাণে আমার অপমান করিয়াছ। যেমন সুনিপুণ সারথি বিপথগামী অশ্বকে নিরোধ করিয়া রাখে, সেই রূপ এক আসক্তিই তোমার প্রতি সমস্ত ক্রোধ একেবারে বিনষ্ট করিতেছে। মুনরি, তুমি আমার উপর অকারণ বীতরাগ হইয়াছ। তুমি বধ ও অপমানের যোগ্য, কিন্তু উৎকট আসক্তিই আমাকে এই সঙ্কল্প হইতে প্রতিনিবৃত্ত করিতেছে। তুমি যেরূপ কঠোর কথা কহিলে, ইহাতেই তোমাকে বধদও প্রদান করা কর্তব্য।” (৫২২) এই কথা বলিতে বলিতে রাবণ রোষাবিষ্ট হইল। সীতা রাবণকে তাহার পত্নীগণসমক্ষেই যথেষ্ট অবমানিত করিয়াছেন ; তাই দুৰ্ব্বত্ত রোষারুণনেত্রে পুনৰ্ব্বার কহিতে লাগিল “দেখ, আমি আমার কথাপ্রমাণ আর দুই মাস অপেক্ষা করিয়া থাকিব ; কিন্তু ইহার পরেই তোমাকে আমার পর্যাঙ্কোপরি আরোহণ করিতে হইবে। যদি এই নির্দিষ্ট কালের অন্তে তুমি আমার প্রতি অনুরাগিণী না হও,