পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ፃ8 গীত। পরিপূর্ণ হইয়া গেল। অমরবৃন রামচন্দ্রের জয়ধ্বনি করিতে করিতে তাহার মন্তকে পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। চতুর্দিকে দ্বন্দুভিধ্বনি শ্রীতিগোচর হইতে লাগিল। সিদ্ধ চারণ ও অপসরোগণ বিজয়ী রাঘবের স্তুতিবাদ করিতে লাগিলেন। বানরগণের মধ্য হইতে এক তুমুল কিলকিলাধবনি সমুথিত হইল। অধৰ্ম্মাচারী রাবণের নিধনমাত্রে দিকসকল যেন প্রসর হইয়া গেল ; গন্ধবহ মধুগন্ধে সৰ্ব্বস্থল পরিপূরিত করিল ; স্বৰ্য্যমণ্ডল যেন প্রভাসম্পন্ন হইল এবং স্থাবরজঙ্গম যেন রামের বিজয়িনী শক্তির সম্বৰ্দ্ধনা করিতে লাগিল। বিভীষণ । পাপাচারী রাবণকে ধরাশায়ী দেখিয়া বিস্তর বিলাপ করিলেন ; রাবণের পত্নীগণ ভর্তুশোকে কাতর হইয়া উন্মাদিনীবেশে রোদন । ও বিলাপ করিতে করিতে রণস্থলে আগমন করিল। করুণহৃদয় রামচন্দ্র বিভীষণকে আশ্বস্ত করিয়া তাহাকে রাবণের প্রেতকৃত্য সমাপন ও নারীগণকে সাম্বন করিতে উপদেশ দিলেন। রাম অশ্রুপূর্ণলোচনে মহাবীর রাবণের শৌর্য্যবীর্য্যের যথেষ্ট প্রশংসা করিলেন । রাবণের অস্তুেষ্টিক্রিয়া সম্পন্ন হইলে, লক্ষ্মণ রামের আদেশে বিভীষণকে লঙ্কারাজ্যে অভিষিক্ত করিলেন। এতদিনে ফুরন্ত শক্রর সমুচ্ছেদ হইল। এতদিনে রামচন্দ্র সফলকাম হইলেন। সীতাসমুদ্ধারার্থ সুগ্ৰীব যে প্রতিজ্ঞা করিয়াছিলেন, এতদিনে তাহাও পূর্ণ হইল। রাবণবধে সকলেই হর্ষ ও আনন্দে নিমগ্ন হইল। রামচন্দ্র, স্বগ্রাব বিভীষণ ও প্রধান প্রধান বানরগণকে অলিঙ্গন করিয়া, হৃদগত আনন্দ প্রকটিত করিলেন। অতঃপর তিনি মহাবীর হনুমানকে অশোককাননে সীতার কুশল জিজ্ঞাসা করিতে ও তাছাকে রাবণবধসংবাদ জ্ঞাপন করিতে লঙ্কাপুরীমধ্যে প্রেরণ করিলেন । হনুমানকে গমনোদ্যত দেখিয়া তিনি বলিলেন বীর, তুমি জানকীকে এই প্রিয় সংবাদ জ্ঞাপন করিয়া তাহার প্রত্যুত্তর