$ఏ8 গীতা । পাঠকপাঠিকাবর্গ একবার সীতাদেবীর আশ্রমদর্শনলালসার প্রতি মনোযোগ আকৃষ্ট করুন। স্বামীর সহিত প্রায় চতুর্দশ বর্ষকাল বনবাস, অসংখ্য আশ্রমপর্য্যটন এবং ঋষিকন্ত ও ঋষিপত্নীগণের সছিত বাস ও বিচরণ করিয়াও যেন জানকীদেবী হৃদয়মধ্যে কিছু মাত্রও পরিতৃপ্তি লাভ করেন নাই! তিনি রাজসংসারের সুখভোগের মধ্যেও আশ্রমশোভার স্বপ্ন দেখিতেছেন এবং উপাদেয় রাজভোগ্য খাদ্যদ্রব্যের প্রতি অনিচ্ছা প্রদর্শন পুৰ্ব্বক ঋষিজনপ্রিয় সেই ফল মূল ও নীবারতণ্ডুলের দিকেই সমাকৃষ্ট হইতেছেন। প্রাকৃতিক সৌন্দৰ্য্যপ্রিয়তা সীতাচরিত্রের এক আশ্চৰ্য্য বিশেষত্ব ; কিন্তু, হায়, এতদ্বারাই মন্দভাগিনীর সর্বনাশসাধনের উপক্রম হইল । মহারাজ রামচন্দ্র প্রিয়তমার এই সরল আগ্রহময় প্রার্থন শ্রবণ পূর্বক অতিশয় পুলকিত হইলেন এবং পরদিনই সীতা তপোবন যাত্রা করিবেন এই কথা বলিয়া হৃষ্টমনে গৃহাস্তরে প্রবেশ করিলেন। - • ** so om
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।