ত্রয়োদশ অধ্যায় । 2సిసి তুমি কাল প্রভাতে মুমন্ত্রচালিত রথে আরোহণ পূর্বক সীতাকে লইয়। অন্তদেশে পরিত্যাগ করিয়া আইস । গঙ্গার পরপারে তমস:তীরে মহাত্মা বাল্মীকির দিব্য আশ্রম আছে ; তথায় কোনও নির্জন স্থানে জানকীরে পরিত্যাগ করিয়া আইস । আমার আদেশ পালন কর ; তুমি জানকীর জন্য আমায় কোন অনুরোধ করিও না ; তুমি এই বিষয়ে নিবারণ করিলে আমি অতিশয় বিরক্ত হইব । এক্ষণে যাও, ভালমন্দ বিচার করিবার কোন আবশুকতা নাই । যদি তোমরা আমার মতস্থ হও, তবে আমার সম্মান রক্ষা কর এবং সীতাকে পরিত্যাগ করিয়া আইস। পূৰ্ব্বে সীতা গঙ্গাতীরে আশ্রমসকল দর্শন করিবার অভিলাষ প্রকাশ করিয়াছিলেন, এক্ষণে র্তাহার সেই মনোরথ পূর্ণ কর।” ( ৭৪৫) এই বলিয়া রাম অজস্র অশ্রুবর্ষণ করিতে করিতে স্বগৃহে প্রবেশ করিলেন, ভ্রাতৃগণও শোকাকুলচিত্তে অন্তক্রপ্রস্থান করিলেন। রাত্রি প্রভাত হইবামাত্র দুঃখিত লক্ষ্মণ সুমন্ত্রকে রথ প্রস্তুত করিতে আদেশ প্রদান করিলেন। রথে সীতার বহনোপযোগী অশ্বসকল যোজিত এবং উপবেশনার্থ তদুপরি এক সুকোমল আসন প্রস্তুত হইল Dসীতাদেবী নিশ্চিন্তমনে গৃহে উপবিষ্ট ছিলেন, এমন সময়ে লক্ষ্মণ গিয়া তাহাকে অভিবাদন করিলেন এবং বিনীতবচনে কহিলেন “দেবি, মহারাজ তোমার প্রার্থনায় সন্মত হইয়াছেন। এক্ষণে, তিনি তোমার গঙ্গাতীরে ঋষিগণের আশ্রমে লইয়া যাইতে অামায় আদেশ করিয়াছেন। মহারাজের আজ্ঞাক্রমে আমি তোমাকে नैौबहे क्षषित्नबिउ श्रब्रप्शा गहेब्रा बाहेर ” जैौठांप्नौ उर्डीब्र क्षेतृ* অনুগ্রহদর্শনে অতিশয় আনন্দিত হইলেন এবং প্রফুল্লহৃদয়ে মহামূল্য বস্ত্র ও নানারূপ রত্ন লইয়া লক্ষ্মণকে বলিলেন “বৎস, আমি এই সমস্ত भशंबूगा वह्म ७ श्रणकांब्र भूनिभईौनिशंएक नांन कब्रिद ।” गऋ१
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/২০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।