えsbr সীতা । উচ্ছিন্ন এবং মিত্রদল পরিপুষ্ট হইল। কেহই অকালমৃত্যুমুখে পতিত হইল না, এবং সৰ্ব্বত্রই সুখ ও শান্তি বিরাজিত হইল। রামচন্দ্র সীতাকে বিসর্জন করিয়া আর ভাৰ্য্যাস্তুর গ্রহণ করিবার কোন” চিন্তাও করিলেন না । তিনি জনকতনয়ার অসামান্ত পাতিব্ৰত্যগুণে বশীভূত হইয় তাহার কনকময়ী প্রতিমূৰ্ত্তির সহিত যজ্ঞকাৰ্য্য সমাপন করিতেন। অভাগিনী জানকী তাহার প্রতি প্রিয়ুতমের ঈদৃশ অনুরাগের কথা শ্রবণ করিয়া সেই তাপসীগণের আশ্রমে বিরলে আনন্দাশ্র বিসর্জন করিতেন। । এইরূপে জানকী নীহারক্লিষ্ট কমলের দ্যায়, অস্ফুট চন্দ্রলেখার দ্যায়, ধূলিধূসরিত কনকরেখার দ্যায়, কুজবটিসমাচ্ছন্ন প্রভাতের ন্যায়, এবং মেঘজলজড়িত শুামায়মান জ্যোৎস্নার ন্তায় যারপরনাই শোচনীয় হইয়া সেই আশ্রমেই কালযাপন করিতে লাগিলেন। তিনি তাপসীর স্তায় বেশ ধারণ করিয়া স্বৰ্য্যমণ্ডলে দৃষ্টি স্থাপন পূৰ্ব্বক ঘোরতর তপস্ত। করিতে লাগিলেন। তিনি মনোমধ্যে নিয়তই রামের অনুধ্যান করিতেন ; রামই র্তাহার ধ্যান, রামই র্তাহার জ্ঞান, রামই তাহার চিন্তা ; রামচিন্তা ব্যতীত তিনি ক্ষণকালও জীবিত থাকিতে সমর্থ নহেন। পতি র্তাহাকে লোকাপবাদভয়ে পরিত্যাগ করিয়াছেন, তজ্জন্ত সীতা কিছুমাত্রও দুঃখিত নহেন ; সীতা যে জীবনে এত কষ্ট পাহতেছেন, তাহ তিনি তাছার জন্মান্তরপাতকের ফলভোগ বলিয়াই বিশ্বাস করতেন। পতিই তাহার দেবতা ; সীতা হৃদয়ের সেই আরাধ্য দেবতাকে আপনার মুক্তির একমাত্র কারণ মনে করিতেন, এবং হৃদয়ে সৰ্ব্বদাই তাহার মঙ্গলকামনা করিতেন । সীতাদেবী রামকর্তৃক বিসর্জিত হইবার সময় অন্তৰ্ব্বত্নী ছিলেন তাহ পূর্বেই উল্লিখিত হইয়াছে। ক্রমে দশমাস পরিপূর্ণ হইল। যথাসময়ে তিনি দেবকুমারকল্প যমলপুত্র প্রসব করিলেন। মহর্ষি
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/২১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।