পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ অধ্যায়। 는 রাম বাল্মীকির এই কথা শ্রবণ করিয়া কৃতাঞ্জলিপুটে কহিলেন "ভগবন, আপনার বিশ্বাস্ত বাক্যে যদিও জানকীকে শুদ্ধস্বভাব বলিয়া বুঝিলাম, তথাচ আপনি যেরূপ কচিতেছেন তাহাই হউক । পূৰ্ব্বে লঙ্কায় দেবগণের সমক্ষে জানকীর পরীক্ষ হইয়াছিল। ইনি তথায় শপথ করিয়াছিলেন, সেই জন্ত আমি ইহঁাকে গৃহে লইয়াছিলাম ; কিন্তু লোকাপবাদ বড় প্রবল, আমি সেই কারণে জানকীকে পরিত্যাগ করিয়াছি। আমি ইহঁাকে নিষ্পাপ জানিলেও কেবল লোকাপবাদভয়েই পরিত্যাগ করিয়াছি। অতএব আপনি আমায় রক্ষা করুন। এই যমজ কুশীলব আমারই পুত্র, ইহা আমি জান। এক্ষণে শুদ্ধচারিণী জানকীর উপর আমার পূর্ববং প্রতি সঞ্চারিত হউক ।” (৭৯৭) এই সময়ে সহসা দিব্যগন্ধ মনোহর বায়ু বহমান হইল। বায়ুর স্পর্শমুখে সভাস্থ সকলেই পুলকিত হইয়া উঠিল। সকলে নীরব ও নিস্পন্দ ; এই অবসরে কাষায়বসনা সীতাদেবী কৃতাঞ্জলিপুটে অধোমুখে কহিলেন “আমি রাম ব্যতীত যদি অন্ত কাহাকেও মনোমধ্যে স্থান না দিয়া থাকি, তবে সেই পুণ্যের বলে দেবী পৃথিবী বিদীর্ণ হউন, আমি তন্মধ্যে প্রবেশ করি। যদি আমি কায়মনোবাক্যে রামকে অৰ্চনা করিয়া থাকি, তবে সেই পুণ্যের বলে দেবী পৃথিবী বিদীর্ণ হউন, আমি তন্মধ্যে প্রবেশ করি। আমি রাম ভিন্ন আর কাহাকেই জানি না, যদি এই কথা সত্য হয়, তবে দেবী পৃথিবী বিদীর্ণ হউন, আমি তন্মধ্যে প্রবেশ করি।” (৭৯৭) সীতার বাক্য অবসান হইতে না হইতেই সহসা পৃথিবী বিদীর্ণ হইল! অকস্মাৎ তন্মধ্য হইতে অলৌকিক জ্যোতিরাশি সমুদ্ভূত হইল! নাগসকল এক দিব্য সিংহাসন মন্তকে ধারণ করিয়া আছে, তদুপরি জ্যোতিৰ্ম্মী ভগবতী বসুন্ধরাদেবী সমারূঢ়া ! দেী