পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপসংহার । সীতার দুঃখময় জীবন শেষ হইল ; অতঃপর তাহার অলৌকিক চরিত্র ও গুণাবলীর বিষয় কিঞ্চিৎ আলোচনা করা যাউক । সীতা জগতে এক অপূৰ্ব্ব সৌন্দৰ্য্যস্থষ্টি ! ব্রাহ্মমুহূৰ্ত্তে নিস্তব্ধ উষাকালে অলৌকিকরাগরঞ্জিত গগনপটে শুভ্রজ্যোতি প্রভাত-তারকা যেরূপ সুন্দর, পবিত্র ও প্রীতি প্রদ, বাল্মীকির মহীয়সী প্রতিভাপ্রদীপ্ত সীতাচরিত্র তদপেক্ষা ও সুন্দর, পবিত্র ও প্রীতিপ্রদ ! এ চরিত্রের তুলন। কোথাও পাওয়া যায় না ; সৌন্দৰ্য্য ও স্নিগ্ধতায়, মাধুর্য ও পবিত্রতায়, গৌরব ও মহিমায় ইহা বুঝি জগতে এক ও অদ্বিতীয় ! সীতাচরিত্রের গভীরতামধ্যে নিমজ্জিত হইয়া আমরা দিশাহারা ও আত্মহারা হইয়া যাই, এবং তাহার অপরিমেয়ত উপলব্ধি করিয়া বিস্ময়ে অ্যাক হইয়া থাকি ! বালিকার সরলতা ও পবিত্রতা, যুবতীর প্রেম ও কৰ্ত্তব্যজ্ঞান, প্রৌঢ়ার স্থৈৰ্য্য ও গাম্ভীৰ্য্য, গৃহলক্ষ্মীর ধৰ্ম্ম প্রাণতা ও সোঁকুমাৰ্য্য, তাপসীর সংযম ও কঠোরতা, ঋষি কন্যার মাধুৰ্য্য ও স্নিগ্ধতা এবং বীরাঙ্গনার তেজ ও নির্ভীকতা সীতাচরিত্রে একাধারে সমভাবে দেদীপ্যমান। এরূপ বিভিন্ন গুণের অপূৰ্ব্ব সমাবেশ আর কোন নারীচরিত্রে কখন কেথা ও হ ইয়াছে কি ন জানি না ; কিন্তু এদেশে সীতার পূৰ্ব্বে ও পরে যে যে অসামান্ত নারী প্রাজুভুতি হইয়াছেন, তাহাদের মধ্যে কেহই বুঝি চরিত্রগাম্ভীর্য্যে ও গুণবৈচিত্র্যে সীতার সমকক্ষ হইতে সমর্থ হন নাই । সীতা নিজ অলৌকিক চরিত্রগৌরবে গৌরবাম্বিত এবং বিমল পুণ্যতেজে প্রদীপ্ত। প্রকৃতপক্ষে, তিনিই রমণীসাম্রাজ্ঞী ; তাই তাঙ্গার তুলনা নাই, অথবা তিনিই কেবল তাহার একমাত্র তুলনা ! २४