পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ अशांग्न । । মনসংবাদ অবগত হইয়া পুলকিত, এবং তপঃপ্রভাবে সকলের সমুচিত সৎকার করিয়া সন্তুষ্ট হইলেন। অনস্তর মহর্ষিপ্রদর্শিত পথ অবলম্বন পূর্বক তাহার অনতিবিলম্বে চিত্রকুটে উপনীত হইলেন। ভরত, সৈন্ত । ও অষ্ণুচরবর্গকে দূরে সন্নিবিষ্ট করিয়া কেবলমাত্র শক্রয় মুমন্ত্র ও নিষাদ । রাজের সমভিব্যাহারে, যথায় কমললোচন রামচন্দ্র জানকী ও লক্ষ্মণের সহিত পর্ণকুটীরে অবস্থান করিতেছিলেন, তথায় উপনীত হইলেন। এদিকে রামচন্দ্র দূর হইতে সৈন্তগণের কোলাহল শ্রবণ এবং অরণ্যমধ্যে সন্ত্রস্ত মৃগসকলের ইতস্ততঃ পলায়ন দর্শন করিয়া কুমার লক্ষ্মণের সাহায্যে প্রকৃত ঘটনা অবগত হইতে চেষ্টা করিলেন। তিনি মনোমধ্যে নানারূপ বিতর্ক করিয়া অবশেষে ইহাই অবধারণ করিলেন যে, সৰ্ব্বাধিপতি পিতা অথবা কুমার ভরতই তাছার নিকট আগমন করিতেছেন। এই স্থির সিদ্ধান্ত করিয়া তিনি ঔৎসুক্যপূর্ণ হৃদয়ে কুটীরে উপবিষ্ট আছেন ইত্যবসরে ভরত আসিয়া তাহার পাদমূলে নিপতিত হইলেন, এবং রামলক্ষ্মণের তাপসবেশ অবলোকন ও পিতার পরলোকগমন স্মরণ করিয়া অবিরলধারায় আশ্রমোচন করিতে লাগিলেন। ভ্রাতৃবৎসল ভরত রামচন্দ্রের তাপসবেশে বনগমনসংবাদ শ্রবণ করিয়া অবধি স্বয়ং জটাবহুল ধারণ করিয়াছিলেন ; অধিকন্তু ठिनि त्रिङ्प्लांटक काङब्र इहेग्ना श्रठिनग्न झनं ७वर झर्कणe হইয়াছিলেন ; স্থতরাং রাম তাহাকে সহসা চিনিতে পাঞ্জিলেম মা । নিমেষমধ্যে ভ্রম বিদূরিত হইলে, রামচন্দ্র ব্যগ্রতাসহকারে সন্নেহে ভরতকে উত্তোলন পূর্বক গাছরূপে আলিঙ্গন করিলেন, এবং জনক জননী ও রাজ্যের সর্বপ্রকার কুশল জিজ্ঞাসা করিলেন। ভরতের মুখে মহারাজের মৃত্যুরূপ ছঃসংবাদ অবগত হইবামাত্র রাম তুতলে । মূৰ্ছিত হইয়া পড়িলেন এবং অতিশয় কাতর হইয়া ৰিলাপ করিতে । লাগিলেন। এইরূপে বহুক্ষণ অতিবাহিত হইয়া গেল । অনন্তর