সপ্তম অধ্যায় । ভরত অযোধ্যায় প্রত্যাগত হইলে, রাম চিত্ৰকূটেই পূৰ্ব্ববং অবস্থান করিতে লাগিলেন। একদিন তিনি দেখিলেন যে, চিত্রকূটবাসী তাপসগণ উৎকণ্ঠিত হইয়া পরস্পরের মধ্যে গোপনে কি জল্পনা করিতেছেন এবং এক এক বার রামের দিকে দৃষ্টিপাত করিয়া ভ্ৰকুটসঞ্চালন করিতেছেন । রামচন্দ্র তদর্শনে শঙ্কিত হইয়া কুলপতিকে তাহার কারণ জিজ্ঞাসা করিলেন, ཨ་།་ প্রত্যুত্তরে অবগত হইলেন যে তাপসগণ রাম লক্ষ্মণ অথবা সীতার 'ব্যবহারে কিছুমাত্র অসন্তুষ্ট হন নাই ; পরস্তু সেই অরণ্যচারী খরদূষণ প্রভৃতি দুষ্ট রাক্ষসগণ রামচন্দ্রের প্রভাব সহ করিতে না পারিয়া নিরীহ ঋষিগণের উপর ঘোরতর অত্যাচার আরম্ভ করিয়াছে, এই নিমিত্ত র্তাহারা চিত্ৰকূটসন্নিহিত আশ্রম সকল পরিত্যাগ করিয়া শান্তিপূর্ণ অন্য কোন প্রদেশে গমন করিবার সঙ্কল্প করিতেছেন। রামচন্দ্ৰ ভাৰ্য্যার সহিত অরণ্যে বাস করিতেছেন, তাহারও সৰ্ব্বদা সতর্ক থাকা কৰ্ত্তব্য । তিনিও ইচ্ছ। করিলে তাহাদের সহিত সেই নিরুপদ্রব স্থানে গমন করিতে পারেন । অনেকানেক ঋষি সেই আশ্রম পরিত্যাগ করিয়া অন্তত্ব গমন করিলেন, যাহারা অবশিষ্ট রহিলেন র্তাহারা রামের ভূজবলের আশ্রয়ে চিত্রকুটেই বাস করিতে লাগিলেন। স্বরূপ জানকী ঋষিগণের পরিচর্য্যা করিয়া সন্তোষ লাভ করিতেন, কখনও বা স্বামীর সহিত মন্দাকিনীতটে ভ্রমণ করিতে করিতে তাহার শোভা এবং হংসসারস ও কারওবগণের জলক্রীড়া দর্শন করিয়া পুলকিত হইতেন। কিন্তু ভরতের সৈন্ত ও অনুচরবর্গ এবং হস্তাশ্ব সকল সেই অরণ্যের অপূৰ্ব্ব
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।