পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীতা । שף যাহা বলা চইত, তিনি সযত্নে তাহা গ্রহণ করিতেন এবং তাছাকে কার্য্যে পরিণত করিতেও প্রাণপণে চেষ্টা করিতেন। বালিকাবয়সে এরূপ উপদেশ সীতার পক্ষে অমূল্য রত্নস্বরূপ ছিল। কিন্তু এখন তিনি যৌবনারূঢ়া, এ সময়ে বিশেষ কোন উপদেশের সাহায্য ব্যতিরেকেও তিনি স্বতঃপ্রবৃত্ত হইয়া স্বামীর চরণতলে মনঃপ্রাণ সমর্পণ করিয়াছেন, এবং অকপট অনুরাগভরে गड ঐশ্বৰ্য্য পরিত্যাগ করিয়া গভীর অরণ্যে র্তাহার অমুসরণ করিতেছেন। সামান্ত উপদেশমধ্যে সাধারণতঃ যে কাৰ্য্যামুষ্ঠানের শাসন থাকে, সীতাদেবী পতিপ্রেমের বশবর্ভিনী হইয়৷ তদপেক্ষা ও গুরুতর কৰ্ত্তব্যপালনে সৰ্ব্বদাই তৎপর আছেন এবং উপযুক্তস্থলে নিজ কৰ্ত্তব্য থাকেন। প্রকৃতপক্ষে সীতাদেবী এক্ষণে পাতিব্ৰত্যরূপ ধৰ্ম্মরাজ্যে বহুদূর অগ্রসর হইয়াছেন ; স্বতরাং তাহাকে পতিভক্তি সম্বন্ধে স্থল স্থল বিষয়ের উপদেশ দিলে তাহা মনে যে কিঞ্চিৎ অসহিষ্ণুত আসিয়া উপস্থিত হইবে তাহার আর বিচিত্ৰত কি ? তাই রামের বনগমনসময়ে কৌশল্যার উপদেশের প্রত্যুত্তরে তিনি যাহা বলিয়াছিলেন, তাহাতে র্তাহার এই অসহিষ্ণুত পরিলক্ষিত হইয়াছিল, এবং এই বৃদ্ধ তাপসীকেও প্রত্যুত্তরে যাহা বলিলেন তাহাতেও পাঠকপাঠিকাগণ উক্ত ভাব লক্ষ্য করিবেন। কুঁলতঃ, এতদ্বারা আমরা সীতার আশ্চৰ্য্য তেজস্বিত উচ্চপ্রকৃতি ও ধৰ্ম্মবলেরই সম্যক পরিচয় পাইতেছি माtु । - সীতা অনস্বয়ার বাক্য শ্রবণ করিয়া মৃদ্ধশ্বরে বলিলেন “দেবি, আপনি যে আমায় শিক্ষা দিীেন, আপনার পক্ষে ইহা আর আশ্চর্য্যের কি ? কিন্তু আৰ্য্যে, স্বামী ষে স্ত্রীলোকের গুরু, আমি তাহা বিশেষ জানিয়াছি । তিনি যদিও দরিদ্র ও দুশ্চরিত্র হন, তথাচ কিছুমাত্র দ্বিধা ন করিয়া তাহার পরিচারণা নিযুক্ত থাকিতে হইবে। কিন্তু