সপ্তম অধ্যায় । ፃእ» ধিনি জিতেন্দ্রিয়, গুণবান, দয়ালু, স্থিরামুরাগী ও ধাৰ্ম্মিক, এবং যিনি মাতৃসেবাপর ও পিতৃবৎসল, তাকার বিষয়ে আর কি বলিবার আছে ? রাম যেমন কৌশল্যাকে, সেইরূপ অন্যান্ত রাজপত্নীকেও শ্রদ্ধা করিয়৷ থাকেন। রাম নারীমাত্রকেই মাতৃবৎ জ্ঞান করিয়া থাকেন। তাপসি, আমি যখন এই ভীষণ অরণ্যে আসি, তখন আর্য্যা কৌশল্য আমায় যাহা উপদেশ দেন, আমি তাহ বিস্তৃত হই নাই, এবং বিবাহের সময় জননী অগ্নিসমক্ষে যে প্রকার আদেশ করেন, তাহাও ভুলি নাই। ফলতঃ পতিসেবাই স্ত্রীলোকের তপস্ত, আত্মীয় স্বজন এ কথা আমার বিলক্ষণ হৃদ্বোধ করিয়া দিয়াছেন। সাবিত্রী ইহার বলে স্বর্গে পূজিত হইতেছেন এবং আপনিও উহার স্তায় উৎকৃষ্ট লোক আয়ত্ত করিয়াছেন * * * * (২।১১৮ ) অনসূয়া জানকীর বাক্যে প্রীত হইয়া সস্নেহে তাহার মস্তক আম্ৰাণ করিলেন এবং তাহাকে সুরুচির মাল্য, বস্ত্র, আভরণ ও অঙ্গরাগ প্রদান করিলেন। সেই অঙ্গরাগে সীতার দেহ অপূৰ্ব্ব শ্ৰীসম্পন্ন হইয়াছিল। ঋষিপত্নী এইরূপে সীতার সম্মান ও আনন্দবৰ্দ্ধন করিয়া তাহার নিকট র্তাহার জন্মবৃত্তান্ত ও স্বয়ম্বর প্রভৃতি অপূৰ্ব্ব কথা শুনিতে লাগিলেন। অনস্তর রাত্রি সমাগত হইলে অনস্বয়া বলিলেন "জানকি, সন্ধ্য হইয়াছে, এখন আমি তোমায় অনুমতি করিতেছি, তুমি গিয়া পতিসেবায় প্রবৃত্ত হও । তুমি আজ মধুর কথা কীৰ্ত্তন করিয়া আমায় পরিতুষ্ট করিলে, এক্ষণে আবার আমার সমক্ষে বেশভূষায় স্থসজ্জিত হইয়া আমাকে সন্তুষ্ট কর।” সীতা তাছার আদেশানুসারে নানালঙ্কারে বিভূষিত হইয় তাহার পাবদন পূর্বক রামের নিকট গমন করিলেন। রাম সীতাকে जनार्जन করিয়া অনস্বয়ার প্রতিদানে পরম সন্তোষলাভ করিলেন। লক্ষ্মণও সীতাদেবীর এই সৎকারনিরীক্ষণে যৎপরোনাস্তি আনন্দিত হইলেন।
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।