অষ্টম অধ্যায় | ఫిలి সীতার মুখমণ্ডলে স্বর্গের শোভা আনয়ন করিত। কোন ৰেঞ্জনধ্বনি সীতা পতির সহিত কমলদলশোভিত, স্বচ্ছ সরোবরে গমন করিয়া স্বহস্তে নানাজাতি কৰ্মল উত্তোলয় করিতেন ; কখনও বা হংসসারসনিনাদিত গোদাবরীতীরে উপস্থিত হইয় স্বামীর সহিত তাহার বিচিত্র শোভা দৰ্শন করিতেন। সীতার চরণে শ্রুতিমধুর নুপুরধ্বনি শ্রবণ পূর্বক -রাজহংসশ্রেণী গ্ৰীব নত করিয়া অস্ফট স্বরে বিরাক করিতে করিতে র্তাহার পদামুসরণ করিত। কখনও বা সীতা রামের সহিত মির্ভয়ে,শৈলশিখরে আরোহণ করিয়া ভীষণ গুহ নিম্নোত ভূমি ও কৃত ভয়ঙ্কর স্থান দর্শন করিতেন। লক্ষ্মণ আলস্তশ্বন্ত হইয়া সৰ্ব্বদাই তাহদের রক্ষণাবেক্ষণ করিতেন। ভ্রাতৃবৎসল এই বীর রাজকুমার ধনুৰ্ব্বাণহস্তে সেই আশ্রমকে সমস্ত বিপদাশঙ্কা হইতে সৰ্ব্বদ। রক্ষা করিতেন। তিনি গোদাবরী হইতে প্রত্যহ নিৰ্ম্মল জল আনয়ন করিতেন ; স্বহস্তে ফল, মূল, નૂન, কুশ, কাশ ও সমিধ আহরণ করিতেন এবং রাম ও সীতার পরিচর্য্যাতে সৰ্ব্বদাই নিযুক্ত থাকিতেন। সীতাদেবী রামচন্দ্রের সহিত পরিচ্ছন্ন শিলাতলে উপবেশন পূৰ্ব্বক দেবর লক্ষ্মণের প্রশংসা করিয়া কতই আনন্দ লাভ করিতেন । রামও লক্ষ্মণের উপর সীতার স্নেহ দর্শন করিয়া অতিশয় পুলকিত হইতেন । রামচন্দ্র তাপসোচিত সমস্ত ক্রিয়াই সম্পন্ন করিতেন। তিনি ত্রিকালীন স্বান, দেবোপাসনা, বন্ত ফলমূলে জীবনধারণ ও অক্সান্ত সমস্ত কৰ্ত্তব্যকৰ্ম্মই সম্পাদন করিতেন । ক্ষত্রিয়ধর্মের অনুবৰ্ত্তী হইয় তিমি লক্ষণের সহিত কখন কখন মৃগবরাহ প্রভৃতি জস্তগণকে বধ কল্পিতাহাজের পবিত্র মাংস ভক্ষণ করিতেন, কিন্তু তিনি কদাপি অকারণ প্রাণিহিংসাতে মত্ত হইতেন না। তিনি সীতার সহিত বিভিন্ন ঋতুতে প্রাকৃতিক জগতের বিভিন্নপ্রকার শোভ দেখিয়া
পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।