এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভরে দিত অক্ষয় সম্পদ।
কিন্তু আজ উষ্ণ-দ্বিপ্রহরে
আমার মুহূর্ত কাটে কাব্যরচনার
হুঃসহ চেষ্টায়।
হয়তো এ মুহুর্তেই অন্য কোনো কবি
কাব্যের অজস্র প্রেরণায়
উচ্ছসিত, অথচ বাধার
উদ্ধত প্রাচীর মুখোমুখি।
অতএব মুহূর্তকে মনে রাখা ভাল
যে মুহূর্ত বৃথা ক্ষয় হয়॥
গোপন মুহূর্ত আজ এক
নিশ্চিছদ্র আকাশে
অবিরাম পূর্বাচল খুঁজে
ক্লান্ত হল অস্ফুট জীবনে,
নিঃসঙ্গ স্বপ্নের আসা-যাওয়া
ধূলিসাৎ—তাই আজ দেখি,
প্রত্যেক মুহুর্ত—অনাগত
মুহুর্তের রক্তিম কপোলে
তুলে ধরে সলজ্জ প্রার্থনা॥
১৫৬