পাতা:সুকান্ত সমগ্র.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হাটে মাঠে ঘাটে যাও, খোঁজো গিয়ে রাস্তায়
ছুটে যাও আডডায়, খোঁজো চারিপাশটায়;
কিংবা অফিসে যাও এ রেশন এলেকার,
আমার মামার পিসে, কাজ করে ছেলে তার,
তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে,
ছ’মাসের মধ্যেই নয়া এক কার্ড পাবে।
রঘুবীর বলে কেঁদে, ছ'মাস কি করব?
ছ’মাস কি উপবাস ক’রে ধুঁকে মরব?
আমি তার করব কী?—দোকানী উঠল রেগে—
যা খুশি তা করো তুমি—বলল সে অতি বেগে:
পয়সা থাকে তো খেয়ো হোটেলে কি মেসেতে,
নইলে সটান তুমি যেতে পার দেশেতে॥


খাদ্য-সমস্যার সমাধান


বন্ধু:
ঘরে আমার চাল বাড়স্ত
তোমার কাছে ভাই,
এলাম ছুটে, আমায় কিছু
চাল ধার দাও ভাই!

২০৫