এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মহারাজ
তাও কখনো সম্ভব?
হাবশেষে ছাড়ব বিপুল বৈভব?
কুবের শেঠ
(করজোড়ে)
শ্রীচরণে নিবেদন করি সবিনয়——
কখনই নয়, প্রভু, কখনই নয়।
মহারাজ
কিন্তু কুবের শেঠ,
বড়ই উতলা দেখি এদের ক্ষুধিত পেট।
কুবের শেঠ
এ এদের ছল, মহারাজ!
নতুবা নির্ঘাত তুষ্ট চাষীদের কাজ!
মহারাজ
তুমিই যখন এদের সমস্ত,
এদের খাওয়ার সকল বন্দোবস্ত
তোমার হাতেই করলাম আজ ন্যস্ত।
কুবের শেঠ
(বিগলিত হয়ে)
মহারাজ ন্যায়পরায়ণ!
তাইতো সদাই সেবা করি ও চরণ।
২২৭