পাতা:সুকান্ত সমগ্র.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

প্রজার ফসল করে হরণ
তুমিই ডেকেছে দেশে মরণ,
সে কথা হয় না কেন স্মরণ?
জমানো তোমার ঘরে শস্য,
তবু তুমি করো ওকে দুষ্য?

কোতোয়াল

কে হে তুমি? দেখছি চোরের পকেটকাটা সাক্ষী,
বলছ কেবল বৃহৎ বৃহৎ বাক্যি?

ইন্দ্রসেন

কোতোয়ালজী, আজকে হঠাৎ রাগের কেন বৃদ্ধি?
তোমার কি আজি খাওয়া হয় নি সিদ্ধি?

কোতোয়াল

চুপ কর ওরে হতভাগা!
এটা নয় তামাসার জাগা!

(দাঁতে দাঁত ঘ’সে সংকলিতার প্রতি)

এই মেয়ে বাড়িয়েছে ছেলেদের বিক্রম,
তাইতো আমাকে কেউ করে নাকে সম্ভ্রম।

সংকলিত।

চিরদিনই তরুণেরা অন্যায়ের করে নিবারণ,
এদের এ সাহসের আমি তাই নয়কো কারণ।

২২৯