পাতা:সুকান্ত সমগ্র.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



জনৈক প্রজা

ওরে রে স্পর্ধিত পশু, কী সাহস তোর,
তুই করেছিস আজ অন্যায় ঘোর;
কল্যাণীকে হেনে আজ তোর আর
পুথিবীতে বাঁচবার নেই অধিকার।

ইন্দ্রসেন

রাজার ওপরে আর করব না নির্ভর—
আমাদেব ভাগ্যের আমরাই ঈশ্বব!

সকলে

চলবে না অন্যায়, খাটবে না ফন্দি,
আমাদের আদালতে আজ তুই বন্দী!!!

(কোতোয়ালকে প্রজারা বন্দী করল)

যবনিকা

২৩৪