এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছত্রিশ
দোল-পূর্ণিমা
কলকাতা
শ্রদ্ধাস্পদাসু,৫৩
মা, আপনার পত্রাংশ ঠিক সময়েই পেয়েছিলাম। উত্তর দিতে দেরি হল! কারণ, সেই সময়ে আমি অত্যন্ত অনুস্থ ছিলাম।••• আর দিনরাত পেটে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম। এখন ওষুধ খেয়ে অনেকটা ভাল আছি। শীগগিরই যাদবপুর যক্ষ্মা হাসপাতালে ভর্তি হব। আপনি কেমন আছেন? অরুণ আমার কাছে মোটেই আসে না।
স্নেহাধীন
সুকান্ত
♠
সাঁইত্রিশ
১১ডি, রামধন মিত্র লেন
পোঃ শ্যামবাজার
কলকাতা-৪
শ্রদ্ধাস্পদাসু,
মা, আপনার চিঠি কয়েকদিন হল পেয়েছি। চিঠিতে বসস্তের এক ঝঁলক আভাস পেলাম। আপনার কথামতো পাতাটা সঙ্গে-সঙ্গেই রেখেছি, তবে বেটে-খাওয়া সম্ভব হল না। আবার আমার পেটের অসুখ ও পেট্রের যন্ত্রণ। শুরু হয়েছে। তবে আজ একটু ভাল আছি।
দিন সাতেকের মধ্যেই হাসপাতালে যাব। সেখান থেকে পরে যাব আজমীর। অরুণ মধ্যে দিন-দুই এসেছিল। আপনার খবর কী?
২০।৩।৪৭
—সুকান্ত
৩২৯
সমগ্র-২০