পাতা:সুকান্ত সমগ্র.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



হাত করে মহাজন, হাত করে জোতদার
হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলা দেশ
হে তারুণ্য, জীবনের প্রত্যেক প্রবাহ
হে নাবিক, আজ কোন সমুদ্রে
হে পাষাণ, আমি নির্ঝরিণী
হে পৃথিবী, আজিকে বিদায়
হে মহাজীবন, আর এ কাব্য নয়
হে মহামানব, একবার এসো ফিরে
হে মোর মরণ, হে মোর মরণ
হে রাজকন্যে
হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা
হে সুর্য। শীতের সূর্য