পাতা:সুকান্ত সমগ্র.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 বন্ধু, আজকে আঘাত দিও না
 তোমাদের দেওয়া ক্ষতে,
 আমার ঠিকানা খোঁজ ক’রো শুধু
 সূর্যোদয়ের পথে।
 ইন্দোনেশিয়া, যুগোশ্লাভিয়া,
 রুশ ও চীনের কাছে,
 আমার ঠিকানা বহুকাল ধ’রে
 জেনো গচ্ছিত আছে।
 আমাকে কি তুমি খুঁজেছ কখনো
 সমস্ত দেশ জুড়ে?
 তবুও পাও নি? তাহলে ফিরেছ
 ভুল পথে ঘুরে ঘুরে।
 আমার হদিশ জীবনের পথে
 মন্বন্তর থেকে
 ঘুরে গিয়েছে যে কিছু দূর গিয়ে
 মুক্তির পথে বেঁকে।
 বন্ধু, কুয়াশা, সাবধান এই
 সূর্যোদয়ের ভোরে;
 পথ হারিও না আলোর আশায়
 তুমি একা ভুল ক'রে।


বন্ধু, আজকে জানি অস্থির
 রক্ত, নদীর জল,
নীড়ে পাখি আর সমুদ্র চঞ্চল।
বন্ধু, সময় হয়েছে এখনো
 ঠিকানা অবজ্ঞাত

৪৬