JFN靖召 এ পাখির ইংরাজি নাম হনবিল (Hornbill ) অর্থাৎ শুঙ্গচঞ্চ, কিন্তু তার আসল বাংলা নামটি যে কি, তা আর খুঁজে পেলাম না । লোকে তাকে ধনঞ্জয় বা ধনেশ পাখি বলে, কিন্তু অভিধান খুঁজতে গিয়ে দেখি, ও নামে কোনো পাখিই নেই। ওর কাছাকাছি একটা আছে, তার নাম ধনচ্ছু—‘হাড়গিলার আকার-বিশিস্ট পক্ষীবিশেষ, করে পক্ষী’। ‘করেই মানে "কর্করেই পক্ষী—“কৰ্করে।টু’ মানে "করাটিয়া পক্ষী । আবার "করাটিয়া'র মানে দেখতে গেলে আরো কত নাম বেরুতে পারে, সেই ভয়ে আর দেখা হল না । যাহোক নাম দিয়ে কেউ যদি চিনতে না পারে, তবে চেহারাটা দেখলে তার পরিচয় পেতে বোধ হয় দেরি হবে না-কারণ, এ চেহারা একবার দেখলে আর সহজে ভুলবার জো নেই । আলিপুরের চিড়িয়াখানায় যত অদ্ভুত পাখি আছে, তার মধ্যে ফাস্ট প্রাইজ কাউকে দিতে হলে বোধ হয় একেই দেওয়া উচিত। আমরা ছেলেবেলায় যখন এই পাখিকে প্রথম দেখি তখন তার নাম দিয়েছিলাম দুই-ঠোঁটওয়ালা পাখি । বাস্তবিক কিন্তু এর একটামাত্রই জীবজন্তর কথা "
পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।