পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



মাকড়সা । নধর কালো বদন ভরে
রূপ যে কত উপছে পড়ে !
অবাক দেখি মুকুটমালা শিরে ।
হাজার চোখে মানিক জ্বলে ।
ইন্দ্রধনু পাখার তলে –
ছয় পা ফেলে আয়-না দেখি ধীরে


মাছি । মন ফুর‌্ফুর্ ফুর্তি নাচে——
একটুখানি যাই-না কাছে !
যাই যাই যাই—বাপ্ রে এ কি ধাঁধা !
ও দাদাভাই, রক্ষে কর !
ফাঁদ পাতা এ কেমনতরো !
আটকা পড়ে, হাত-পা হ’ল বাঁধা ।


দুষ্টুলোকের মিষ্টি কথায়
নাচলে লোকের স্বস্তি কোথায় ?
এমনি দশাই তার কপালে লেখে ।
কথার পাকে মানুষ মেরে
মাকড়জীবী ঐ যে ফেরে
গড় করি তায় অনেক তফাত থেকে ৷৷

( বিখ্যাত ইংরেজি কবিতার অনুসরণে ) 


সন্দেশ-শ্রাবণ, ১৩২৫

৩৮
সুকুমার সমগ্র রচনাবলী : ২